Thursday, August 28, 2025

২১ বছর তৃণমূলে থাকার জন্য লজ্জিত শুভেন্দু, এ প্রসঙ্গে কী বললেন পার্থ

Date:

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজের ২১ বছরের দল তৃণমূল কংগ্রেসে থাকা নিয়ে লজ্জিত বলে দাবি করেছেন এদিন। দল বদলের পরে শাসকদলকে বারবার একহাত নিয়েছেন তিনি। গেরুয়া শিবিরে যোগদানের পর তৃণমূলকে নিশানা করতে ছাড়ছেন না শুভেন্দু।

রাজ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত ধরে শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। শনিবার হেস্টিংসে নবাগতদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগেই হেস্টিংসে বিজেপি কার্যালয় চত্বরে ধুন্ধুমার বেঁধে যায়। পরেই আবার সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। সেখানে বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, “তৃণমূল একটি কোম্পানিতে পরিণত হয়েছে। তাতে আর কোনও শৃঙ্খলা নেই। আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটা প্রকৃত দলে সদস্যপদ পেয়েছি।” পিএম কিষাণ যোজনার কথা উল্লেখ করে তাঁর অভিযোগ বাংলায় কৃষকরা বঞ্চিত হয়েছেন। এছাড়াও প্রায় ২১ বছর ধরে তৃণমূলে থাকার জন্য ‘লজ্জা লাগছে’ বলেও দাবি শুভেন্দুর।

এদিন সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুভেন্দুর তৃণমূল কংগ্রেসে থাকা নিয়ে ‘লজ্জিত’ প্রসঙ্গে পার্থ বলেন, “শুভেন্দুর কথার কোনও জবাব আমি দেব না। যা বলবেন ব্লক সভাপতি।” এই কথাতেই বোঝা গিয়েছে শুভেন্দুর ‘লজ্জিত’ হওয়ার কথায় তীব্র অসন্তুষ্ট শাসকদল।

আরও পড়ুন-অর্জুন সিং মাফিয়া, ওকে আমিও ভয় পাই! কেন এমন বললেন ফিরহাদ হাকিম?

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version