বিশ্বের শীর্ষস্থানীয় ১০ জন ধনকুবেরের তালিকায় আর নেই মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম। তাঁর স্থান এখন ১১।

এতদিন ‘ব্লুমবার্গ বিলিনিয়ার ইনডেক্স’এ চার নম্বর স্থানে ছিলেন রিলায়েন্স-এর C.E.O মুকেশ আম্বানি। কিন্তু এই মুহূর্তে ব্লুমবার্গের তালিকায় সেরা দশে নেই আর তাঁর নাম। কমেছে তাঁর সম্পত্তির পরিমাণ। বর্তমানে তাঁর মোট সম্পত্তির মূল্য ৫.৬৩ লক্ষ কোটি টাকা। ২০২০-র শুরুতে তা ছিল ৬.৬২ লক্ষ কোটি টাকা। অর্থাৎ তাঁর মোট সম্পত্তির প্রায় ১ লক্ষ কোটি টাকা কমেছে।

জানা যাচ্ছে, রিলায়েন্সের (Reliance Industries Limited) শেয়ার দর হঠাৎ পড়ে যাওয়ায় আম্বানি ব্লুমবার্গের তালিকায় ১১ নম্বর স্থানে।

এই মুহূর্তে তালিকায় ১০ নম্বর স্থানে রয়েছেন ওরাকল কর্পোরেশনের ল্যারি এলিসন ও গুগলের যুগ্ম প্রতিষ্ঠাতা সার্জি ব্রিন।


আরও পড়ুন- কড়া নিরাপত্তার মধ্যেও বড়দিনে ফেস্টিভ মুডে শহর কলকাতা

