Monday, August 25, 2025

এবার শুভেন্দুর বিরুদ্ধে ৭২৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তৃণমূলের অখিল গিরির

Date:

রাজ্যের প্রাক্তন পরিবহণ
মন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikary) আমলে ওই দফতরে কয়েকশ কোটি টাকার দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ আনলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর তথা বিধায়ক অখিল গিরি (Akhil Giri)৷ রামনগরে শনিবার এক জনসভায় অখিল গিরি বলেন, ‘‘শুধু পরিবহণ দফতরেরই ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারি ধরা পড়েছে।’’

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে ‘বিশ্বাসঘাতক’, ‘মিরজাফর’ ইত্যাদি বলা হলেও এই প্রথমবার তৃণমূলের মঞ্চ থেকে শুভেন্দুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হলো৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এই অভিযোগের জল অনেকদূর গড়াবে৷ আইনি আঙ্গিনাতেও পা রাখতে পারে এ সব অভিযোগ৷ বিজেপি এই অভিযোগের প্রতিক্রিয়ায় বলেছে, ” পরিকল্পনা করে শুভেন্দুকে মিথ্যা মামলায় ফাঁসাতে চলেছে তৃণমূল”৷

শুধু পরিবহণ-কেলেঙ্কারিই নয় তৃণমূল বিধায়ক অখিল গিরি ওই মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ এনেছেন৷ তিনি বলেছেন, ‘‘অনেক জায়গায় ফ্ল্যাট কিনেছো তুমি। কাঁথিতে চারটে ফ্ল্যাট, কলকাতায় পাঁচটি ফ্ল্যাট। পরপর সব কেলেঙ্কারি বেরোচ্ছে। আরও কীর্তি সামনে আসার অপেক্ষায়’’৷

অখিলবাবু এদিন বলেছেন, ‘‘তৃণমূলে ছিলে, ১০ বছর ধরে পাইলট কার, হুটার বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরেছ। ৪০ জন পুলিশ পাহারা দিয়েছে। দল তোমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। দলের খেয়ে বড় হয়েছে। আজ হঠাৎ বিপ্লবী হয়ে সেই দলকেই কালিমালিপ্ত করছো৷ দুর্নীতির কথা বলছো৷ তোমার দুর্নীতির কথাও বলো”৷ প্রসঙ্গত,
বিজেপিতে যোগ দেওয়ার আগেরদিন রাজ্যপাল ধনকড়কে লেখা এক চিঠিতে শুভেন্দু আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। অখিল গিরি এদিন পরোক্ষে শুভেন্দুর বিরুদ্ধে এই সব প্রসঙ্গ সামনে আনার পর বিজেপি মিথ্যা কেলেঙ্কারিতে ফাঁসানোর পাল্টা অভিযোগ এনেছে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘শুভেন্দু তো তৃণমূল সরকারেরই পরিবহণ মন্ত্রী ছিলেন। এতদিন ওই দফতরের কেলেঙ্কারি সামনে এল না। শুভেন্দু বিজেপিতে আসতেই সব বেরোচ্ছে! বোঝাই যাচ্ছে এ সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’’

তৃণমূর বিধায়ক অখিল গিরি এদিন বলেছেন, “আমি কারো নাম ধরতে চাই না। তবে তোমাকে চ্যালেঞ্জ করছি, নন্দীগ্রাম নয়, দক্ষিণ কাঁথি থেকে দাঁড়াও। যদি তুমি জিততে পার, বুঝব তোমার অনেক ক্ষমতা।’’ এই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রটি কার্যত ‘অধিকারী গড়’ হিসেবেই পরিচিত। শিশির অধিকারী, শুভেন্দু নিজে এবং দিব্যেন্দু অধিকারীও এই কেন্দ্র থেকেই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। গত ভোটে এই কেন্দ্রে জেতেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল এবার আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আনার পর ৭ তারিখে তেখালিতে মুখ্যমন্ত্রীর জনসভা নিয়ে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে৷ তৃণমূলের কর্মী- সমর্থকদের বিশ্বাস, মুখ্যমন্ত্রীও দুর্নীতির অভিযোগে সরব হবেন৷

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version