Monday, November 10, 2025

লালবাজারে তৈরি হচ্ছে তালিকা, প্রথম করোনা টিকা পাবেন পুলিশকর্মীরা

Date:

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Bidhansabha Election)। তার জন্য তো আগে থেকেই প্রস্তুত থাকতে হবে পুলিশ প্রশাসনকে (Kolkata Police)। কোভিড পরিস্থিতিতে অনেককিছুই বদল হয়েছে। অনেক কোভিড যোদ্ধা () পুলিশকর্মী মারাও গিয়েছেন। এখনও পর্যন্ত কলকাতা পুলিশে মোট আক্রান্ত ৩৩৮২ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। এই পরিস্থিতি যাতে আগামী দিনে কমানো যায়, তার জন্য এবার পুলিশকর্মীদের একটি তালিকা বানাচ্ছে লালবাজার (Lalbazar)।

লালবাজার সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই পুলিশকর্মীদের একটি তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সেইসঙ্গে তাঁদের নাম-ঠিকানা, জন্মের তারিখ-সহ তিনি কোন থানায় কর্মরত — অর্থাৎ বিস্তারিতভাবে সমস্ত তথ্য জানাতে বলা হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই বিবরণ লেখার জন্য একটি নির্দিষ্ট ফর্ম নবান্নে পাঠানো হয়। নবান্নের (Nabanna) তরফে সেই ফর্মটি পাঠানো লালবাজারে।

শুধু তাই নয়, ওই ফর্মের সঙ্গে ২০০ পাতার একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে। টিকা নেওয়ার আগে কী করতে হবে বা কী ভাবে টিকা নিতে হবে— সে সম্পর্কে সমস্ত নির্দেশিকা দেওয়া আছে সেখানে। এ ছাড়া টিকা নেওয়ার পরে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, তাও লেখা রয়েছে ওই নির্দেশিকায়। ইতিমধ্যেই লালবাজারের প্রতিটি ইউনিট অর্থাৎ থানা (Police Station), ট্র্যাফিক গার্ড (Traffic Guard) থেকে ব্যাটালিয়ন (Batellion), ইবি (EB) এবং এসবিতে (SB) পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাহিনীর প্রত্যেক সদস্যকে ওই ফর্ম পূরণ করে লালবাজারে ফেরত পাঠাতে বলা হয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version