Monday, August 25, 2025

প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে নিগ্রহ করায় দল থেকে বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর

Date:

কড়া পদক্ষেপ তৃণমূলের৷

প্রাক্তন আইপিএস (IPS) নজরুল ইসলামের (Najrul Islam) উপর হামলা চালানোর দায়ে অভিযুক্ত দলের এক কাউন্সিলরকে বহিষ্কার করলো তৃণমূল (TMC)৷ ডোমকল পুরসভার তৃণমূল কাউন্সিলরের নাম মাজেদুল শেখ (Majedul Sk)৷

এই মাজেদুলকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)৷ তিনি বলেছেন, “নজরুল ইসলাম জেলার গর্ব। ডোমকল পুরসভার ১৪ নং ওয়ার্ডের দলের কাউন্সিলর মাজেদুল শেখ এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় আমরা তাঁকে বহিষ্কার করলাম।’’ তবে নজরুল সাহেব বহিষ্কারে খুশি নন। তাঁর দাবি, অপরাধীদের গ্রেফতার করতে হবে।

মাজেদুলকে বহিষ্কারের পর নজরুল ইসলাম বলেছেন, ‘‘তৃণমূল পদক্ষেপ করেছে, তা সত্যিই ধন্যবাদযোগ্য। কিন্তু অপরাধীরা তো এখনও ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করুক। অপরাধীরা শাস্তি না পেলে আমি বিচার পাবো কীভাবে?” প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ডোমকলের রামনা গ্রামে তৃণমূল কাউন্সিলর মাজেদুল শেখ আক্রমণ করেন নজরুল ইসলামকে। তাঁকে বেধড়ক মারধোর করার অভিযোগ ওঠে ওই কাউন্সিলর-সহ ৩ জনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যান মহকুমাশাসক। ৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

নজরুল ইসলাম ডোমকলে ‘বসন্তপুর এডুকেশন সোসাইটি’ নামে একটি সংস্থা চালান দীর্ঘ দিন ধরে। ওই সোসাইটির দখল নিতে গত এক বছর ধরে তৃণমূলের নেতৃত্বে চক্রান্ত চলছিল বলে অভিযোগ নজরুলের।

আরও পড়ুন- সিনেমা দেখানোর আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়!

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version