Thursday, November 13, 2025

সিনেমা দেখানোর আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়!

Date:

ছবির পরিচালক (Director Nehal Dutta) ও প্রযোজক (Producer Pinky Paul) আমাদের আগেই জানিয়েছিলেন, তাঁদের ছবি কলকাতার (Kolkata) কোনও হলে মুক্তি পায়নি। শহরতলির হলগুলিতেই শুধুমাত্র প্রদর্শিত হচ্ছে ‘ বাঘিনী – দ্য বেঙ্গল টাইগ্রেস (Baghini – The Bengal Tigress) ছবিটি। কেন? তার কারণ অজানাই।

উত্তর খুঁজতে শনিবার মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) দ্বারস্থ হয়েছিলেন ফিল্মের গোটা টিম। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ঈর্ষার কারণেই কলকাতার কোনও হল পাননি তাঁরা। যেহেতু ছবির গল্প অনেকটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলে, সেই কারণেই রাজনৈতিক ঈর্ষা বলে অভিযোগ তাঁদের। উল্লেখ্য, এই ছবি তৈরির আগে বহু বছর ধরে গবেষণা করেছেন নেহাল। তৃণমূল সুপ্রিমোর সম্পর্কে সংবাদপত্রের যত খবর ছিল সব পড়ে ফেলেছিলেন। বাদ দেননি, ভিডিও ফুটেজ এবং তাঁর বায়োগ্রাফিও। সব ঘেঁটে তবেই ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক তৈরির জন্য। তবুও, বায়োপিক বলতে নারাজ পরিচালক।

সেই অভিযোগপত্র

এত পরিশ্রম করে ছবি বানানোর পর তা হলে মুক্তি না পেলে, খারাপ তো লাগারই কথা। আর তাই এদিন কলকাতার হলে ছবি মুক্তির আর্জি জানিয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন। পোস্টার-ব্যানার হাতে মমতার বাড়ির সামনে দীর্ঘক্ষণ হত্যে দিয়ে পড়ে থাকেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও, ওই এলাকায় কর্মরত পুলিশ আধিকারিক বিশ্বনাথ কোলের কাছে একটি লিখিত আর্জি জমা দেন তাঁরা। চিঠিটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলেই আশ্বস্ত করেন তিনি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version