Wednesday, August 27, 2025

সিনেমা দেখানোর আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়!

Date:

ছবির পরিচালক (Director Nehal Dutta) ও প্রযোজক (Producer Pinky Paul) আমাদের আগেই জানিয়েছিলেন, তাঁদের ছবি কলকাতার (Kolkata) কোনও হলে মুক্তি পায়নি। শহরতলির হলগুলিতেই শুধুমাত্র প্রদর্শিত হচ্ছে ‘ বাঘিনী – দ্য বেঙ্গল টাইগ্রেস (Baghini – The Bengal Tigress) ছবিটি। কেন? তার কারণ অজানাই।

উত্তর খুঁজতে শনিবার মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) দ্বারস্থ হয়েছিলেন ফিল্মের গোটা টিম। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ঈর্ষার কারণেই কলকাতার কোনও হল পাননি তাঁরা। যেহেতু ছবির গল্প অনেকটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলে, সেই কারণেই রাজনৈতিক ঈর্ষা বলে অভিযোগ তাঁদের। উল্লেখ্য, এই ছবি তৈরির আগে বহু বছর ধরে গবেষণা করেছেন নেহাল। তৃণমূল সুপ্রিমোর সম্পর্কে সংবাদপত্রের যত খবর ছিল সব পড়ে ফেলেছিলেন। বাদ দেননি, ভিডিও ফুটেজ এবং তাঁর বায়োগ্রাফিও। সব ঘেঁটে তবেই ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক তৈরির জন্য। তবুও, বায়োপিক বলতে নারাজ পরিচালক।

সেই অভিযোগপত্র

এত পরিশ্রম করে ছবি বানানোর পর তা হলে মুক্তি না পেলে, খারাপ তো লাগারই কথা। আর তাই এদিন কলকাতার হলে ছবি মুক্তির আর্জি জানিয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন। পোস্টার-ব্যানার হাতে মমতার বাড়ির সামনে দীর্ঘক্ষণ হত্যে দিয়ে পড়ে থাকেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও, ওই এলাকায় কর্মরত পুলিশ আধিকারিক বিশ্বনাথ কোলের কাছে একটি লিখিত আর্জি জমা দেন তাঁরা। চিঠিটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলেই আশ্বস্ত করেন তিনি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version