Thursday, November 13, 2025

সিনেমা দেখানোর আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়!

Date:

ছবির পরিচালক (Director Nehal Dutta) ও প্রযোজক (Producer Pinky Paul) আমাদের আগেই জানিয়েছিলেন, তাঁদের ছবি কলকাতার (Kolkata) কোনও হলে মুক্তি পায়নি। শহরতলির হলগুলিতেই শুধুমাত্র প্রদর্শিত হচ্ছে ‘ বাঘিনী – দ্য বেঙ্গল টাইগ্রেস (Baghini – The Bengal Tigress) ছবিটি। কেন? তার কারণ অজানাই।

উত্তর খুঁজতে শনিবার মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) দ্বারস্থ হয়েছিলেন ফিল্মের গোটা টিম। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ঈর্ষার কারণেই কলকাতার কোনও হল পাননি তাঁরা। যেহেতু ছবির গল্প অনেকটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলে, সেই কারণেই রাজনৈতিক ঈর্ষা বলে অভিযোগ তাঁদের। উল্লেখ্য, এই ছবি তৈরির আগে বহু বছর ধরে গবেষণা করেছেন নেহাল। তৃণমূল সুপ্রিমোর সম্পর্কে সংবাদপত্রের যত খবর ছিল সব পড়ে ফেলেছিলেন। বাদ দেননি, ভিডিও ফুটেজ এবং তাঁর বায়োগ্রাফিও। সব ঘেঁটে তবেই ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক তৈরির জন্য। তবুও, বায়োপিক বলতে নারাজ পরিচালক।

সেই অভিযোগপত্র

এত পরিশ্রম করে ছবি বানানোর পর তা হলে মুক্তি না পেলে, খারাপ তো লাগারই কথা। আর তাই এদিন কলকাতার হলে ছবি মুক্তির আর্জি জানিয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন। পোস্টার-ব্যানার হাতে মমতার বাড়ির সামনে দীর্ঘক্ষণ হত্যে দিয়ে পড়ে থাকেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও, ওই এলাকায় কর্মরত পুলিশ আধিকারিক বিশ্বনাথ কোলের কাছে একটি লিখিত আর্জি জমা দেন তাঁরা। চিঠিটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলেই আশ্বস্ত করেন তিনি।

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version