আইসিসির দশকে সেরা তিন ফর্মাটে ভারতের ৫ ক্রিকেটার

রবিবার আইসিসি ( ICC) প্রকাশ করল এক দশকের সেরা ক্রিকেটারদের তিনটি দলের তালিকা। টেস্ট ( Test), একদিনের ক্রিকেট (ODI) এবং টি-২০ (T-20) এই তিন ফর্মাটেই জায়গা করে নিল ভারতীয় (India) দলের ক্রিকেটাররা। মোট পাঁচজন ভারতীয় ক্রিকেটার জায়গা করে নেন এই তালিকায়। এরা হলেন বিরাট কোহলি ( Virat kohli), মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra singh dhoni), রোহিত শর্মা( Rohit sharma), জসপ্রীত বুমরাহ ( Jasprit bumrah) এবং আর অশ্বিন ( R ashwin)।

আইসিসির দশকের সেরা তিন ফর্মাটের দলেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli)। তিনি আবার দশকের সেরা টেস্ট দলের অধিনায়কও। বিরাটের সঙ্গে দশকের সেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছে আর অশ্বিন ( R ashwin)।

দশকে সেরা একদিনের দলে অধিনায়ক হলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra singh dhoni )। তিনি আবার দশক সেরা টি-২০ দলের ও অধিনায়ক। দশকের সেরা একদিনের দলে রয়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা (Rohit sharma)। দশকের সেরা টি-২০ দলে ও রয়েছেন এই তিন ক্রিকেটার। টি-২০ দলে জায়গা করে নেন জসপ্রীত বুমরাহ (jasprit bumrah) । আইসিসির একদিনের বোলিং এ শীর্ষে তিনি।

আরও পড়ুন:চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ হাবাসের, লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড

Previous articleসোমবার দেশের প্রথম চালক বিহীন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Next articleপিএমসি তদন্তে এবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির