Tuesday, August 26, 2025

ঘটনাস্থল শহরের একটি পাঁচতারা হোটেল। শনিবারের হাফ ছুটির কলকাতায় বিজেপি পন্থীদের (pro-Bjp) সান্ধ্যকালীন অনুষ্ঠান। মূলত মাড়ওয়ারি সমাজ ( Marwari society) । সেখানে নিজের কাছের লোকেদের দেখে বীর-বিক্রমে বুক ফুলিয়ে কৈলাশ ( Kailash Vijaybargi) বোমা ফাটালেন। কোনও রাখঢাক না করেই বললেন কলকাতার মাড়ওয়ারিরা নাকি নোট দেয়, কিন্তু ভোট দেয় না বিজেপিকে। এবার আমি বলছি, মাড়ওয়ারিরা আমাদের নোট দেবেন, ভোটও দেবেন।

শনিবারের তাজ বেঙ্গলে বিজেপি পন্থীদের আলোচনার বিষয় ছিল বাংলার পুনর্গঠন। লক্ষ্যণীয় হলো এই সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। বক্তারা আলোচনা করেন। কিন্তু পরিহাসের বিষয় হলো কোনও বক্তাই বাংলার পুনর্গঠন নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।

তবে বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মধ্যপ্রদেশের নেতা কৈলাশ বিজয়বর্গী। তিনি বলতে উঠে বলেন, আমি তো শুনেছি কলকাতার মাড়ওয়ারিরা আমাদের নোট দেন, ভোট দেন না। এরপর রীতিমতো দাবি জানিয়ে খোলাখুলি বলেন, ‘ইসবার নোট ভি দেঙ্গে, ভোট ভি দেঙ্গে।’ আশ্চর্যের বিষয় হলো, শহরের নাগরিকদের নিয়ে বৈঠকে কোথায় বাংলার কথা বলা হবে, সেখানে দেখা গেল টাকা আর ভোট নিয়ে কথা! আর সে নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তরজা। বিজেপি নেতার প্রকাশ্যে টাকা চাওয়ার ঘটনায় দলও অস্বস্তিতে। সভায় যাওয়া বিশিষ্টরাই মুখ খুলে বলছেন, বাংলার রাজনীতিতে টাকা আর টাকা দিয়ে দল বদল আইনি করে ফেলতে চায় বিজেপি। রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে নিচে নামাচ্ছে দেশের সবচেয়ে বড় দল।

আরও পড়ুন- সারদাকাণ্ডে নয়া মোড়! রাজীব কুমারকে হেফাজতে চেয়ে ফের সুপ্রিম কোর্টে CBI

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version