Wednesday, November 12, 2025

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

Date:

জানুয়ারি মানে যেমন নতুন বছরের শুরু, তেমনই জানুয়ারি মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair)। শীতের মরসুমে বাঙালি পাঠকের অবশ্য গন্তব্য থাকে কলকাতা বইমেলা। ছোট-বড় বহু প্রকাশকের নিজেদের মেলে ধরার মঞ্চ এই মেলা।

উল্লেখ্য, পরের বছর অর্থাৎ ২০২১ এর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু, দুঃখের বিষয়, করোনা (Covid 19) পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ৪৫ তম কলকাতা বইমেলা। এমনটাই জানানো হয়েছে বই মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের (Guild) তরফে।

রবিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে বেড়েই চলেছে করোনার প্রকোপ। তাৎপর্যপূর্ণভাবে করোনা ভাইরাস এর নতুন স্ট্রেন আরো বেশি ক্ষতিকারক বলে মনে করছেন বিজ্ঞানীরা। এমনকি আমেরিকা, লন্ডন, প্যারিসে (America, London, Paris) জারি করা হয়েছে লকডাউন। ইউরোপের (Europe) দেশগুলি থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বইমেলার আয়োজন করতে চাইছেন না গিল্ড। কারণ বইমেলায় শহর, শহরতলির মানুষ তো বটেই, বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন। তবে পাশাপাশি এটাও জানানো হয়েছে, যদিও ২০২১ সালে পরিস্থিতি অনুকূল হলে নতুন করে বইমেলার তারিখ ঘোষণা করা হবে।

২০২১ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ‘ফোকাল থিম’ ছিল বাংলাদেশ (Bangladesh)। এ বার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী। সেইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Bangabandhu Sheikh Mujibur Rahaman) জন্ম শতবর্ষ পূর্তি। গত বছর ফেব্রুয়ারিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গিয়ে মেলায় অংশগ্রহণের জন্য একপ্রস্ত আমন্ত্রণ জানিয়েছে এসেছিলেন গিল্ড কর্তারা। পরে রাজ্য ও ভারত সরকারের তরফে সেই আমন্ত্রণ পৌঁছানোর কথা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে আপাতত সবই স্থগিত রয়েছে।

Related articles

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...
Exit mobile version