Monday, August 25, 2025

নভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আশ্বাস দিয়ে জানাল Indian Council of Medical Research। করোনার নতুন স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন ইউরোপের দেশগুলি। ভারত সহ বেশ কিছু দেশ তাদের বিমান পরিষেবা বন্ধ করেছে যুক্তরাজ্যের সঙ্গে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে। সেদেশের কোথাও জারি হয়েছে কার্ফু। করোনার নতুন স্ট্রেনের জন্য আবারও কড়া বিধি নিষেধ চালু হয়েছে। এই অবস্থায় নিজেদের জন্য নীতি নির্ধারণ করল ভারত সরকার।

নতুন স্ট্রেনের করোনাভাইরাস-আতঙ্ক নিয়ে National Task Force ও Indian Council of Medical Research শনিবার একটি বৈঠকে বসেছিল। সেই বৈঠকে স্থির হয়েছে, যে করোনা সুরক্ষাবিধি এখন জারি রয়েছে, এখনই তাতে কোনও বদলের প্রয়োজন নেই। এ কথা ঠিক, নতুন করোনা স্ট্রেন নিয়ে ভারতেও ক্রমশ উদ্বেগ বাড়ছে। ব্রিটেন থেকে বহু যাত্রী ফেরার পরে এই উদ্বেগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে নতুন করোনা-প্রজাতি থেকে সংক্রমণ ঘটলে কী ভাবে তা আটকানো সম্ভব? এই নিয়েই শনিবারের বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল। নতুন প্রজাতিকে চিহ্নিত করতে ‘জিনোমিক ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’ (NCDC)-এর তত্ত্বাবধানে একটি দল গঠন করা হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দিনের পর দিন কোভিডের মিউটেশন হচ্ছে। এখনও করোনার সংক্রমণ ঠেকানোর জন্য যে নিয়মগুলি বহাল রয়েছে, এই নতুন স্ট্রেনের আতঙ্কের মধ্যেও সেগুলিই যথাযথ ভাবে মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করার মতো সুরক্ষাবিধিগুলি মেনে চলতে হবে।

আরও পড়ুন-মোদির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version