ঠান্ডায় (cold weather)জবুথবু মহানগর (Kolkata)। বছর শেষে ফের ফের নামল পারদ(temperature decreases)। রবিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা(minimum temperature) ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

রাজ্যজুড়ে (winter in Bengal)এখন জাঁকিয়ে শীতের আমেজ। মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । ফলে আগামী কয়েকদিনে শীত আরো বাড়বে। বীরভূম(Birbhum) মুর্শিদাবাদ(Murshidabad) ও পশ্চিম বর্ধমান(west Bardhaman), এই তিন জেলায় শৈত্যপ্রবাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামি বেশ কয়েকদিন যদি পরিস্থিতি এমন থাকে তাহলে বছরের শেষ এবং আগামী বছরের শুরুতে ঠান্ডার আমেজ থাকবে রাজ্যজুড়ে।

যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার অর্থাৎ আগামিকাল পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে। তবে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে বলেই সম্ভাবনা। গতকাল অর্থাৎ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ থেকে ডিগ্রি কম। সুতরাং ।বর্ষশেষ এবং বছরের শুরুটা শীতের হাওয়া গায়ে মেখে ভালোই কাটবে রাজ্যবাসীর।
