কৃষি আইনের প্রতিবাদে মোদি-শাহের গুজরাটেই দলে দলে বিজেপি ছাড়ছেন কৃষকরা

নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করেই চলেছেন প্রধানমন্ত্রী মোদি ( PM Modi)। ওদিকে তাঁর রাজ্যের কৃষকরাই এই ইস্যুতে ছিন্ন করছেন বিজেপির সঙ্গে সম্পর্ক ৷

সর্বশেষ ভাষণে কৃষকদের ‘ভুল’ বোঝানোর অভিযোগ করেছেন মোদি। আর তার পরই মোদি-শাহের (Modi- Shah) রাজ্য গুজরাটে বিপাকে বিজেপি (BJP)। গুজরাটের বারুচে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২০০ কৃষক। নয়া কৃষি আইনের প্রতিবাদেই পদ্ম ছেড়ে ‘হাত’ ধরেছেন বলে জানিয়েছেন এই বিজেপি-ত্যাগীরা।বারুচ কংগ্রেস সভাপতি পরিমলসিং রানার নেতৃত্বে এঁরা হাত শিবিরে যোগ দেন। তাঁর কথায়, “যে কৃষকরা কংগ্রেসে যোগ দিয়েছেন, তারা বলেছেন আর বিজেপিকে গুরুত্ব দেবে না এবং তাঁদের এলাকায় কোনও উন্নয়ন কাজ হয়নি। আসন্ন স্থানীয় নির্বাচনে সবাই একযোগে কংগ্রেসকে শক্তিশালী করে লড়বো।”
বিজেপির পক্ষে আরও উদ্বেগের কংগ্রেসে যারা যোগ দিয়েছেন, তাদের ৭০ শতাংশেরও বেশি পাতিদার সম্প্রদায়ের। কংগ্রেস বলেছে, আপরেইলি, সামলোদ, দাভালি, ভারথানা, কবিতা, নন্দ, পিপালিয়া, কেরিলা ও উমরাও গ্রামের পাতিদাররা বিজেপি ছেড়েছেন। এছাড়ও রয়েছে আদিবাসী সম্প্রদায়েরও বেশ কয়েকজন। আপরেইলি পঞ্চায়েত প্রধান মহেশ প্যাটেল বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দিয়েই বলেছেন, “আমি ৩৫ বছর বিজেপির সঙ্গে জড়িত। কিন্তু, নয়া কৃষি আইনের বিরোধী। তাই কংগ্রেসে যোগ দিলাম।’ বিজেপির বারুচ সভাপতি মারুতিসিং আটোদারিয়ার বক্তব্য, “দলের সম্পাদকের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলবো।’

Previous articleঅমর্ত্য সেনকে অপমানের অভিযোগ, প্রতিবাদে আজ রাজপথে বুদ্ধিজীবীরা
Next articleআজ মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১১.২ ডিগ্রিতে