Sunday, August 24, 2025

বিনয়-অনীত নন, পাহাড়ের এখনও শেষ কথা বিমলই, দাবি রাজু বিস্তের

Date:

কিশোর সাহা

বিনয় তামাং (Binay Tamang), অনীত থাপার (Anit Thapa) নামই উচ্চারণ করলেন না। কিন্তু বিমল গুরুং (Bimal Gurung) এখনও পাহাড়ের মানুষের চোখেরমণি বলে জানিয়ে দিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত (BJP MP Raju Bist)। সোমবার শিলিগুড়ির (Siliguri) কাছে এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান বিজেপির জাতীয় মুখপাত্র তথা সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন, “বিমল গুরুং এখন যাইই করুন না কেন, তাঁর কাছে আমি কৃতজ্ঞ। কারণ, গত লোকসভা ভোটে দাঁড়ানো থেকে জেতা সবেতেই তাঁর বিশাল ভূমিকা ছিল। আমি মনে করি বিমল গুরুং এখনও পাহাড়ের মানুষের চোখেরমণি”।

বিমল গুরুং যে এখন নিয়ম করে দুবেলা বিজেপির বিরুদ্ধে পাহাড়বাসীকে প্রতারণার অভিযোগ তুলছেন। বিজেপিকে হারানোর জন্য তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছেন বলে রোজই ঘোষণা করছেন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজু বিস্ত বলেন, বিমল গুরুং এখন যা বলছেন তা তৃণমূলের লিখে দেওয়া চিত্রনাট্য। “গুরুংয়ের মনের কথা কিন্তু আলাদা। সেটা আমি ভালই বুঝি”। এমনকী, গুরুংয়ের বিরুদ্ধে তাঁর কোনও বক্তব্য নেই বলেও তিনি জানিয়ে দেন।

সম্প্রতি পাহাড়ে ফিরে প্রতিদিনই বিমল গুরুং তৃণমূলকে (TMC) তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আনার জন্য প্রচার চালাচ্ছেন। সভাও করছেন পাহাড়ের গ্রামে গ্রামে। শিলিগুড়িতেও মিটিং-মিছিল করেছেন বিমল। তা নিয়ে বিজেপি অস্বস্তিতে পড়লেও এখনও কিন্তু কেউ বিমল গুরুংয়ের বিরুদ্ধে কোনও কড়া মন্তব্য করেননি। বিজেপি সূত্রের খবর, সকলেই আরও কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি কোন দিকে গড়ায তা দেখতে চাইছেন।

এরই মধ্যে দার্জিলিঙের (Darjeeling) বিজেপি সাংসদের কথায় স্পষ্ট যে তাঁরা বিনয় তামাং, অনীত থাপাদের চেয়েও বিমল গুরুংকেই প্রাধান্য দিচ্ছেন। ফলে, বিনয়-অনীতদের বিজেপিতে টানার ব্যাপারে অন্তত দার্জিলিঙের বিজেপি সাংসদের ইচ্ছে যে তেমন নেই তা অনেকটাই স্পষ্ট। বিজেপি সাংসদ দাবি করলেন, পাহাড়ের মানুষ তৃণমূলের ছোঁয়ায় বেশি দিন থাকতে পারে না। বিমল গুরুং শিবিরের কয়েকজন নেতা জানান, বিজেপি সাংসদ নিজের মতামত দিয়েছেন এবং তা নিয়ে তাঁরা এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চান না।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version