Sunday, November 9, 2025

কিছুটা হলেও স্বস্তির খবর দেশবাসীর জন্য। দৈনিক করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা ছ’মাসের মধ্যে সর্বনিম্ন হল ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে (India) ১৮ হাজার ৭৩২ জন সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা ২৭৯ জন। পয়লা জুলাইয়ের পরে যা সবচেয়ে কম।

করোনা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে দিল্লিতে (Delhi)। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৬৫৫ জন। চার মাসের মধ্যে যা সর্বনিম্ন। দিল্লি পুলিশ (Delhi police) সূত্রে খবর, নিজেদের কর্মীদের খুব শীঘ্রই কোভিড ভ্যাকসিন (Covid vaccine) দিতে শুরু করবে। করোনার সম্ভাব্য প্রতিষেধক তৈরির লড়াইয়ে আশার আলো দেখাচ্ছে হায়দরাবাদ। এই মুহূর্তে দেশে যে যে সংস্থাগুলি প্রতিষেধক প্রস্তুত করার কাজে যুক্ত, তার মধ্যে পাঁচটিই এই শহরের। ভারত বায়োটেক (Bharat Biotech), বায়োলজিক্যাল ই লিমিটেড ও অরবিন্দ ফার্মার মতো সংস্থার প্রতিষেধক তৈরির প্রক্রিয়া বর্তমানে নানাবিধ পর্যায়ে রয়েছে। প্রতিষেধক উৎপাদনে চুক্তিবদ্ধ হয়েছে ডক্টর রেড্ডি’স ও হেটেরো ফার্মা। কোনও কোনও সংস্থা আবার প্রতিষেধক উৎপাদনের ক্ষমতাও বাড়িয়েছে। এদের মধ্যে ভারত বায়োটেক ছাড়া বেশ কয়েকটি সংস্থারই বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। তবে ভারত থেকে প্রতিষেধক রফতানি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

এরইমধ্যে করোনার নতুন ‘স্ট্রেন’ (Strain) পাওয়া গিয়েছে। তা চিহ্নিত করা ও সংক্রমণ আটকানোর কৌশল নিয়ে শনিবার আলোচনার হয়েছে জাতীয় টাস্ক ফোর্সের এক বৈঠকে। বৈঠকে হাজির ছিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের সদস্যরা। সেখানে এক বিবৃতিতে বলা হয়েছে, ” নতুন প্রজাতির করোনাভাইরাসের রোধে পারস্পরিক দূরত্ববিধি, হাত পরিষ্কার রাখা বা মাস্ক পরার মতো নিয়ম মানলে এবং প্রতিষেধকের মাধ্যমে আটকানো যাবে।”

আরও পড়ুন-দিল্লিতে বসেও ভোটে জেতাতে পারেন, তাই তিনিই পাহাড়ের শেষ কথা, দাবি বিমল গুরুংয়ের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version