Monday, August 25, 2025

নাগরিকত্ব সংশোধনী আইনকে (CAA) হাতিয়ার করে মতুয়াদের ঠাকুর পরিবারে বিভেদ ধরিয়ে বনগাঁ আসন জিতেছিল বিজেপি (Bjp)। এবার সেই সিএএ-কেই হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মতুয়া সম্প্রদায়ের বড় অংশ এবং ঠাকুরবাড়ির বিজেপি সংসদ ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুর (Santanu Thakur)।

আইন পাশ হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও কেন লাগু হচ্ছে না নাগরিকত্ব সংশোধনী আইন? এই প্রশ্ন তুলেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন সেই দলের সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। কালনার শ্রীরামপুরে মতুয়া মহাসংঘের সম্মেলনের মঞ্চে শান্তনু বলেন, ২০১৯ সালে আইন হলেও তা কার্যকর করতে এত ভয় কীসের? “দাঙ্গার ভয়ে পিছিয়ে যাচ্ছে কেন্দ্র। কেউ দাঙ্গা (Riot) করলে সেটা আমরা বুঝে নেব”।

প্রথম নয়, এর আগে দ্রুত সিএএ লাগু করতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বনগাঁর সাংসদ। কারণ, CAA লাগু হলে সবচেয়ে উপকৃত হবেন মতুয়ারাই। আর তা নিয়ে চাপে শান্তনু ঠাকুর। কারণ এই নাগরিকত্ব ইস্যুতেই তিনি পরিবারের বিভেদ টেনে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং সমর্থন আদায় করে সংসদ হয়েছেন। তাই তিনি বারবারই কেন্দ্রের কাছে আইনটি কার্যকর করার আবেদন জানাচ্ছেন তিনি। এমনকী এই ইস্যুতে বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargyiya) বনগাঁর ঠাকুরবাড়িতে গিয়ে শান্তনুকে প্রতিশ্রুতি দেন বলে সূত্রের খবর। কিন্তু তারপরেই রাজ্যে এসে অমিত শাহও (Amit Shah) জানিয়ে দেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে, ভ্যাকসিন আসার পরই সিএএ কার্যকর করা হবে।

এরপরেই বেঁকে বসেন শান্তনু। বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন বলেও মত নানা মহলের। এই পরিস্থিতিতে সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শোনালেন সেই দলের সাংসদ। এখন তাঁর বক্তব্য, সিটিজেনশিপ কার্ড না পাওয়া পর্যন্ত লড়াই করবেন।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version