Tuesday, December 30, 2025

ছোটা রাজনের নামে প্রকাশিত ডাকটিকিট, ডাক বিভাগের কাণ্ডে তাজ্জব গোটা দেশ

Date:

Share post:

একজনের পরিচয় আন্তর্জাতিক মানের অপরাধী(international criminal) এবং দ্বিতীয় জন ভাড়াটে শার্প শুটার। কুখ্যাত এই দুই দুষ্কৃতী ছোটা রাজন(Chhota Rajan) এবং মুন্না বজরঙ্গির(Munna Bajrangi) নামেই এবার ডাকটিকিট(postage stamp) প্রকাশ করল ডাক বিভাগ। চোখ কপালে তুলে দেওয়ার মতো এই ঘটনাই ঘটেছে কানপুরের(Kanpur) ডাক বিভাগে। তবে কুখ্যাত এই অপরাধীদের নামে কীভাবে ডাকটিকিট প্রকাশ করতে পারে ডাক বিভাগ? এই প্রশ্নের উত্তরে অবশ্য কর্তৃপক্ষের দাবি, ‘বড় ভুল হয়ে গিয়েছে’। তবে এত বড় ভুল কিভাবে সম্ভব তা জানতেই গোটা ঘটনার তদন্ত শুরু করল ভারতীয় ডাক বিভাগ।

জানা গিয়েছে, মাই স্টাম্প যোজনার আওতায় দুটি ডাকটিকিট প্রকাশ করেছিল কানপুরের ডাক বিভাগ। আর তা হাতে পড়তেই চোখ কপালে উঠে সাধারণ মানুষের। দায়িত্বজ্ঞানহীনতা এতটাই যে টিকিট জারি করার আগে ফটো বা সার্টিফিকেট কোনটাই চাওয়া হয়নি। জানা গেছে মাই স্টাম্প যোজনার আওতায় ডাকটিকিট গুলির জন্য মোট ৬০০ টাকা জমা ছিল। আর তাতেই ৫ টাকা মূল্যের ১২টি করে ডাকটিকিট ছাপিয়ে দেওয়া হয় ছোটা রাজন ও মুন্না বজরঙ্গির নামে। এ প্রসঙ্গে স্থানীয় পোস্টমাস্টার জেনারেল বিকে শর্মা বলেন, ‘সংবাদমাধ্যম থেকেই এই খবর পেয়েছি আমি। এই ধরনের ভুল কোনওভাবেই ক্ষমা করা যায় না। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

আরও পড়ুন:৭ জানুয়ারি কেন মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের সভা বাতিল? কারণ ব্যাখ্যা মন্ত্রী সুব্রতর

প্রসঙ্গত, ২০১১ সালে মাই স্টাম্প যোজনা শুরু হয়েছিল দেশে। এর ফলে ৩০০ টাকা দিয়ে যে কোনও ব্যক্তি নিজের ছবি দিয়ে ডাক টিকিট জারি করতে পারেন। অন্য ডাক টিকিটের মতোই মান্যতা দেওয়া হবে নতুন এই ডাকটিকিটকে। যে ব্যক্তির নামে ডাকটিকিট জারি হবে তিনি জীবিত থাকা আবশ্যিক। এমনকী তাঁকে ডাকবিভাগে সশরীরে গিয়ে বিভিন্ন তথ্য প্রদান করতে হবে।

spot_img

Related articles

তৃণমূলের দাবিতে সায় কমিশনের! আরও মানবিক হওয়ার আবেদন অভিষেকের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে তৃণমূল কংগ্রেসের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বয়স্ক,...

বাংলার রেল কাজে ঢিলেমি! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বাংলায় রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে এক সরকারি...

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...