বর্ষশেষে ছুটি কাটাতে মিলানে রাহুল, খোঁচা জারি বিজেপির

দেশের প্রাচীনতম জাতীয় রাজনৈতিক দল কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী (foundation day of congress) আজ। আর ঠিক সেই সময়েই ইতালির মিলানে (milan) রওনা হলেন কংগ্রেস (congress) নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। দলের সভাপতিত্বে যাঁর ফেরা নিয়ে দফায় দফায় দাবি, আলোচনা চলছে সেই তিনিই থাকলেন না প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। রাহুলের রাজনৈতিক দায়িত্ববোধ ও সময়জ্ঞান নিয়ে ফের খোঁচা দিয়েছে বিজেপি (bjp)। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা দলের প্রবীণ নেতা শিবরাজ সিং চৌহান কটাক্ষ করে বললেন, রাহুল যে কত বড় নেতা, আবার তার প্রমাণ পাওয়া গেল। তাঁর দল এখানে ১৩৬ তম জন্মবার্ষিকী পালন করে সাংগঠনিক কর্তব্যের কথা শোনাচ্ছে, আর এমন গুরুত্বপূর্ণ সময়ে রাহুল হাওয়া! তিনি ইতালিতে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন।

আরও পড়ুন:কয়লা পাচারকাণ্ড: দুবাই থেকে সিবিআই-কে মেইল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর, কিন্তু কেন?

এদিনই কাতার এয়ারওয়েজের বিমানে রাহুল গান্ধী মিলানের উদ্দেশে রওনা হন বলে সূত্রের খবর। মিলানেই থাকেন রাহুলের দিদিমা অর্থাৎ সোনিয়া গান্ধীর মা। তাঁর সঙ্গে বর্ষশেষ কাটাবেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। কংগ্রেসের রাহুল ঘনিষ্ঠ নেতারা বোঝাচ্ছেন, পরিবারের জন্য সময় দিতে ব্যক্তিগত বিদেশ সফরে অন্যায় নেই, কিন্তু দলের অন্দরেই অস্বস্তি চাপা থাকছে না। রাহুল কতটা ভরসাযোগ্য সে প্রশ্ন তুলে দিচ্ছেন তিনি নিজেই। এদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে রাহুলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেননি। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীও। শেষ পর্যন্ত দলের পতাকা উত্তোলন করেন প্রবীণ নেতা এ কে অ্যান্টনি।