Monday, August 25, 2025

“আমার সোনা দিদি আমরা তোমায় ছেড়ে দেব না,” বাসুদেব বাউলের গানে মাতল তৃণমূল নেত্রীর সভা

Date:

“আমার সোনা দিদি আমরা তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো…..” বাসুদেব দাস বাউল যখন মঞ্চে দাঁড়িয়ে সুর তুলেছেন তখন মুহুর্মুহু হাততালিতে ফেটে পড়েছে লক্ষ লক্ষ কর্মী-সমর্থক। তৃণমূল নেত্রীর জনপ্রিয়তা যে কোনভাবেই ভাটা পড়েনি রাঙামাটিতে তার প্রমাণ মিলল । আর তার সঙ্গে জুড়ে গেল বাউল শিল্পীর নাম। কেননা গত ২০ তারিখ তাঁর বাড়ির মাটির দাওয়ায় বসে পাত পেড়ে খেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় পা মিলিয়েছেন সেই বাউল শিল্পী বাসুদেব দাস বাউল।
যিনি কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর দৌলতে লাইমলাইটে এসেছিলেন। অথচ আজ তাকে তৃণমূল নেত্রীর মঞ্চে দেখা গেল। যদিও এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাসুদেব বাউল খোলাখুলি ।
তিনি বলেছেন, আমরা বাউল, সবাইকে নিয়ে থাকতে চাই।
বোলপুরের রতন পল্লীতে ২০ তারিখ দুপুরে তাঁর বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভাত, মুগ ডাল, বেগুনভাজা, আলু পোস্ত দিয়ে মধ্যাহ্নভোজ সারেন । বাসুদেবের গলায় গানও শোনেন, তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না। কিন্তু তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বাসুদেব বলেন, তিনি ২৯ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে গান গাইতে চান। সঙ্গে জানান আক্ষেপ, আমরা রেশনের চাল খাই, শাহ আসবেন বলে মিনিকিট চাল আনি, টাকা পয়সা খরচা করে বাজার করেছিলাম, খাওয়া দাওয়া করে পাশের দরজা দিয়ে চলে গেলেন, কথা হল না।
যদিও আজ তৃণমূল নেত্রীর রোড শোয়ে দেখা গিয়েছে বাসুদেব দাস বাউলকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গান শেষে উত্তরীয় পরিয়ে দেন। আর তাতেই আনন্দে আপ্লুত বাউলের চোখ চিকচিক করে ওঠে । তাঁর কথায়, দিদি বাউলদের জন্য অনেক কিছু করেছেন, করছেন। তাই দিদির জন্যও গাইলাম এই গান, “হৃদমাঝারে রাখব, দিদিকে ছেড়ে দেব না….”।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version