Monday, August 25, 2025

বক্সিং-ডে টেস্টে টিম ইন্ডিয়ার বিরাট জয়কে কুর্নিশ শচীনের

Date:

মেলবোর্নে (Melbourne Cricket Ground) বক্সিং-ডে টেস্টে (Boxing Day Test) ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার (Team India)। সঙ্গে দুরন্ত কামব্যাক। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, জয়ের সরণীতে টিম ইন্ডিয়া ফেরার পথে নেই ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) নেই। নেই রোহিত শর্মা (Rohit Sharma)। নেই ইশান্ত শর্মাও (Ishant Sharma)। চোটের জন্য ছিটকে গিয়েছেন মহম্মদ শামিও ((Mohamad Shami)। অর্থাৎ নেইয়ের তালিকাটা বিরাট। তার পরেও অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে টেস্টে হারানো এক অনন্য নজির। আর এই কৃতিত্বকে কুর্নিশ জানাতে ভোলেননি মাস্টার-ব্লাস্টার (Master Blaster) সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই যে দলটা দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল। সেই দলটাই যে ভাবে ঘুরে দাঁড়াল তাকে কুর্নিশ জানাচ্ছেন কিংবদন্তি (Legend) সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মা, ইশান্ত শর্মা, মহম্মদ শামিকে ছাড়াই যেভাবে টেস্ট জিতল টিম ইন্ডিয়া। তা এক কথায় অসাধারণ। দ্বিতীয় ইনিংসে আবার চোট পেয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব। মাত্র ৩.৩ ওভার বল করতে পেরেছিলেন তিনি। তার পরেও ০-১ এ পিছিয়ে থাকা সিরিজে সমতা ফেরাল রাহানের দল।

টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত সচিন (Sachin Tendulkar) টুইট করে লিখেছেন, “বিরাট, রোহিত, ইশান্ত,শামিকে ছাড়া টেস্ট জয় অসাধারণ। প্রথম টেস্টে হারার পরেও যেভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। দুরন্ত জয়। ওয়েল ডান টিম ইন্ডিয়া।”

আরও পড়ুন- সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডলের জন্যও এবার ‘ওয়াই প্লাস’

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version