পার্টি সেরে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর হাতে শ্লীলতাহানির শিকার তরুণী

জন্মদিনের পার্টি সেরে রাতে বাড়ি ফিরছিলেন বন্ধুদের সঙ্গে। অভিযোগ, একই সঙ্গে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতে নিজের দুই বন্ধু শ্লীলতাহানি করে বছর একুশের ওই তরুণীকে। গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতায়।

জানা গিয়েছে, মহেশতলার বাসিন্দা ওই তরুণী যাদবপুরের বিক্রমগড় থেকে পার্টি সেরে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল দুই বন্ধু। তাদের সঙ্গে আরও এক তরুণী ছিলেন। তখনই ঘটে শ্লীলতাহানির ঘটনা। রাতেই দুই বন্ধুর বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিক্রমগড়ে যে মহিলার বাড়িতে পার্টি হয়েছিল, তাঁর বাড়িতেও পুলিশ তল্লাশি চালায়। যদিও বেপাত্তা ওই মহিলা। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তরুণীর বয়ান অনুযায়ী, সার্দান অ্যাভিনিউ এবং শরৎ বোস অ্যাভিনিউ-এ গাড়িটি ঘোরাঘুরি করতে থাকে। এবং অন্য বান্ধবীর সামনেই ওই দুই বন্ধু তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তরুণী অস্বস্তিবোধ করলে ভবানীপুর থানার সামনে নেমে যান। ফোন করেন অন্য এক বন্ধুকে। এরপর দু-জনে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন গাড়িতে থাকা দুই বন্ধুর বিরুদ্ধে।