Saturday, August 23, 2025

শিশির অধিকারীর কাছে বিজেপি সাংসদ, কাঁথির ১৬ তৃণমূল কাউন্সিলর বিজেপিতে?

Date:

কোচবিহারে বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে ‘সৌজন্য-সাক্ষাত’ করেছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক৷ তার কয়েকদিন পরই মিহির গোস্বামী যোগ দেন বিজেপিতে৷

ফের সেই একই ঘটনা৷

এবার প্রবীণ তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikary) সঙ্গে ‘সৌজন্য-সাক্ষাত’ করে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো- সহ (Jyotirmoy Mahato) বেশ কয়েকজন বিজেপি (BJP) নেতা।

তাহলে শিশিরবাবুর পদ্মাসনে বসা কি চূড়ান্ত ?জোর জল্পনা রাজ্য রাজনীতিতে৷

এদিকে নির্ভরযোগ্য সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি কাঁথির ডরমেটরি সংলগ্ন মাঠে বিজেপি’‌র সভা হতে চলেছে। সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ওই সভামঞ্চেই কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর, তৃণমূলের বেশ কিছু প্রতিষ্ঠিত নেতা গেরুয়া শিবিরে যোগ দেবেন৷
শুভেন্দু অধিকারী মঙ্গলবারই ‘রহস্যময়’ এক মন্তব্য করে বলেছেন, “আমার বাড়ির সদস্যরাও পদ্ম ফোটাবে।” ঠিক তার পরেরদিনই শুভেন্দু অধিকারীর পিতা সাংসদ শিশির অধিকারীর কাছে পৌঁছে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময়৷

আরও পড়ুন:অধিকারীদের দলে থাকার পরিস্থিতি আর নেই: কণাদ দাশগুপ্তর কলম

ওদিকে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। গোটা অধিকারী- পরিবারই আজ তৃণমূলের ‘সন্দেহের’ তালিকায়৷ শিশিরবাবু জেলা তৃণমূলের সভাপতি হওয়া সত্ত্বেও নিজেই তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাচ্ছেন না। ওদিকে সাংসদ দিব্যেন্দু অধিকারী, ভাই সৌমেন্দুর অপসারণের প্রতিবাদে নিজেই ঘোষণা করেছেন, কাঁথি পুরসভায় নিজের অফিসে আর ঢুকবেন না বলে ঘোষণা করেছেন৷ পরিবার যখন এই পরিস্থিতিতে, তখন হ কাঁথিতে বিজেপি’‌র সংগঠন জোরদার করতে তত্‍পর শুভেন্দু অধিকারী। রণকৌশল ঠিক করতে বুধবার নিজের বাড়িতেই বৈঠক করলেন শুভেন্দু। আবার এদিনই বাড়ি গিয়ে শিশির অধিকারীর সঙ্গে এসে দেখা করেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত–সহ বেশ কয়েকজন নেতা। জ্যোতির্ময়বাবু পরে জানান, এটা একান্তই সৌজন্য সাক্ষাৎকার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version