Saturday, August 23, 2025

কোন অপরাধে সৌমেন্দুকে সরানো হলো, জানতে মমতাকে চিঠি সাংসদ দিব্যেন্দুর

Date:

“কী অপরাধ করেছে কাঁথি পুরসভার প্রশাসক সৌম্যেন্দু অধিকারী, যে হঠাৎ তাঁকে পদ থেকে সরানো হল? ”

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ চিঠির মাধ্যমে একইসঙ্গে জানতে চাওয়া হচ্ছে, ‘‘সৌম্যেন্দু তৃণমূলেই আছে। দল ছাড়বে, এমন কথা কোথাও বলেনি। তা হলে ওকে হঠাৎ সরিয়ে দেওয়া হল কেন?” বৃহস্পতিবার, ৩১ডিসেম্বর এই চিঠি দলনেত্রীকে পাঠাবেন বলে জানিয়েছেন দিব্যেন্দু৷ তমলুকের সাংসদ বুধবার বলেছেন, ” সৌমেন্দুর অপরাধ জানতে এবং এ ব্যাপারে ন্যায়বিচার চেয়েই আমি আমার দলনেত্রীকে চিঠি দিচ্ছি৷”

সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু এদিন স্পষ্ট জানিয়েছেন, “যতদিন না ন্যায়বিচার মিলছে, ততদিন আমি এবং শিশির অধিকারী কাঁথি পুরসভা ভবনে পা রাখবেন না”৷ পুরভবনে পা রাখবেন না ওই পুরসভার প্রাক্তন প্রধান প্রশাসক সৌম্যেন্দুও।

প্রসঙ্গত, রাজ্য পুর দফতর মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে শুভেন্দু অধিকারীর আর এক ভাই সৌম্যেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেয়৷ এই অপসারণের পরই দিব্যেন্দু মন্তব্য করেন, “সৌমেন্দুকে সরিয়ে যাঁকে প্রধান প্রশাসক পদে আনা হয়েছে, তিনি এলাকার ভোটারই নন৷ এই সিদ্ধান্তের বিরোধিতা করছি।” দিব্যেন্দু বলেন, “আমি তৃণমূল সাংসদ। বাবা তৃণমূলের জেলা সভাপতি। দিদির প্রতি আমাদের আস্থা রয়েছে। কিন্তু কেন সৌমেন্দুকে সরানো হলো, সেই উত্তরটাই তো কেউ দিচ্ছেনা”৷ অধিকারী পরিবার সূত্রে জানা গিয়েছে, এর পরেও নতুন প্রশাসক বসানো হলে অধিকারী পরিবারের কেউই আর পুরভবনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

ওদিকে, কেন সৌম্যেন্দুকে সরানো হলো তার কারন ব্যাখ্যা করে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “পুরসভার কাজ হচ্ছিলো না বলে একের পর এক অভিযোগ আসায় প্রশাসক বদল করা হয়েছে”৷

আরও পড়ুন- কৃষি আইনের বিরুদ্ধে রায়!‌ হরিয়ানার পুরসভা ভোটে ধরাশায়ী বিজেপি, বাজিমাত কংগ্রেসের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version