Monday, August 25, 2025

৬ মাসের জন্য ফের নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করল কেন্দ্র

Date:

দ্বিতীয় দফায় ফের একবার উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডকে(Nagaland) অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করল ভারত সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের(Home ministry) তরফে নতুন করে এক বিবৃতি জারি করা হয়। যেখানে জানানো হয়, নাগাল্যান্ডের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। যার জেরে আগামী ছয় মাসের জন্য এই এলাকা অশান্ত এলাকা হিসেবে বিবেচনা করা হবে।

বুধবার এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, গোটা নাগাল্যান্ডের পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক ও হিংসাত্মক ফলে সেখানকার সাধারণ মানুষের সাহায্য ও সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় সশস্ত্র বাহিনী মোতায়েন করার প্রয়োজন হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে হাজার ১৯৫৮ সালের সশস্ত্র বল আইন অনুযায়ী ওই এলাকায় ধারা ৩ লাগু করা হচ্ছে এবং আগামী ৩০ ডিসেম্বর ২০২০ থেকে ছয় মাসের জন্য নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন:রাজ্যপালের লক্ষ্মণরেখা মানা উচিত, ধনকড়কে তোপ সুজনের

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই অশান্ত নাগাল্যান্ড। গত জুন মাসে সেখানকার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি। তিনি লেখেন, রাজ্যের প্রায় হাফ ডজন সশস্ত্র দল সরকারের বৈধতা চ্যালেঞ্জ করছে যেসব সাধারণ নাগরিক দেশের আইনকানুন পালন করছেন তাদের সঙ্গে হিংসাত্মক আচরণ করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ অত্যন্ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। রাজ্যপালের এহেন পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে আসার পর গোটা পরিস্থিতি বিবেচনা করে ৩০ জুন থেকে ছয় মাসের জন্য এই রাজ্যকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় ফের নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version