Sunday, May 4, 2025

বিহারে কি সরকার উল্টোবে? নীতীশের দলের বহু বিধায়ক আরজেডি যেতে চান!

Date:

বিজেপির (bjp) দখলদারির মনোভাবে অসন্তোষ বাড়ছে জেডিইউতে (jdu)। অরুণাচল প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যা না থাকা সত্ত্বেও সর্বগ্রাসী একাধিপত্য কায়েম করতে জেডিইউ ভাঙিয়েছে মোদি-শাহের দল। সেই রাজ্যের সাত জেডিইউ বিধায়কের মধ্যে ছয়জনই বিজেপিতে নাম লিখিয়েছেন। এই ঘটনায় প্রবল অস্বস্তিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার (nitish kumar)। বিজেপি (bjp) যেভাবে দল ভাঙাচ্ছে তাতে প্রবল ক্ষুব্ধ বিহারের জেডিইউ বিধায়করা। এই পরিস্থিতিতে বিজেপির জোট শরিক নীতীশকুমারের দল ছেড়ে প্রায় ১৭ জন জেডিইউ (jdu) বিধায়ক আরজেডিতে (rjd) যেতে প্রস্তুত বলে দাবি করেছেন লালুর দলের নেতা শ্যাম রজক (shyam rajak)। তিনি জানান, বিজেপির দাদাগিরিতে অতিষ্ঠ জেডিইউ বিধায়করা নিয়মিত যোগাযোগ করছেন আরজেডির সঙ্গে। নীতীশের দলে থেকে সময় নষ্ট করতে রাজি নন তাঁরা। বিহারে এই মুহূর্তে একক বৃহত্তম দল আরজেডি। জেডিইউতে ভাঙন ধরাতে পারলে তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের সরকার তৈরি হওয়া সম্ভব। সেই পরিস্থিতি তৈরি করতে আরজেডি নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর।

আরজেডি নেতা শ্যাম রজকের বক্তব্য, মুখ্যমন্ত্রী নীতীশের কোনও ক্ষমতা নেই। উল্টে তাঁর দলকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। অরুণাচলের ঘটনার পর বিহারের ১৭ জন জেডিইউ বিধায়ক আরজেডিতে আসতে চেয়েছেন। কিন্তু আমরা তাঁদের অপেক্ষা করতে বলেছি। কারণ এখন তাঁদের নিলে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হবে। তার চেয়ে আমরা এখন অপেক্ষা করব। সংখ্যাটা ২৮-এ পৌঁছলে তাঁদের একসঙ্গে আরজেডিতে যোগদান করানো হবে।

আরও পড়ুন- ভাওয়াইয়া গানের বাদ্যযন্ত্র বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version