Saturday, August 23, 2025

পাকিস্তানকে ঘুঁটি করে ভারতের সঙ্গে সংঘাতের ফল ভালো হবে না চিনের জন্য: বায়ুসেনা প্রধান

Date:

লাদাখে(Ladakh) বাড়তে থাকা সীমান্ত উত্তেজনার মাঝেই পাকিস্তানের(Pakistan) সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়িয়ে চলেছে চিন(China)। পাক অধিকৃত কাশ্মীর(POK) মিসাইল লঞ্চিং স্টেশন তৈরিতে পাকিস্তানকে সাহায্য করে চলেছে বেজিং। চিনের দুমুখো নীতির সঙ্গে পূর্ব পরিচিত ভারত এবার কড়া হুঁশিয়ারি দিয়ে দিল শি জিনপিং প্রশাসনকে। বায়ুসেনা প্রধান আরকেএস ভদৌরিয়া(RKS Bhadauria) জানিয়ে দিলেন, পাকিস্তানকে ঘুঁটি করে চিন যদি ভারতের সঙ্গে কোনও রকম সংঘাতে যায় তবে তার ফল আন্তর্জাতিক মহলে চিনের জন্য ভালো হবে না।

মঙ্গলবার দিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বায়ুসেনা প্রধান। সেখানেই তিনি বলেন, পাকিস্তান হলো চিনের বিদেশ নীতির ঘুঁটি। ইমরান সরকার যেভাবে চিনের ওপর নির্ভরতা বাড়িয়ে চলেছে তাতে তাদের ঋণের বোঝা আরও বাড়বে। চিন-পাকিস্তান ইকোনমিক করিডোরের জেরে ঋণের সাগরে ডুবে যাবে পাকিস্তান।

পাশাপাশি, সীমান্তে ভারত চিন উত্তেজনা প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন, ভারতের সঙ্গে চিন যদি কোনরকম সংঘাতে যায় তবে তার ফল আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো হবে না কোনভাবেই। একই সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পর বর্তমানে চিনের ওই দেশের ওপর নজর পড়েছে দাবি করেন বায়ুসেনা প্রধান।

আরও পড়ুন:‘তেজস্বী মুখ্যমন্ত্রী হোক, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করব’, নীতীশকে RJD-র প্রস্তাব

এছাড়াও প্রতিরক্ষা সহ সমস্ত ক্ষেত্রে পাকিস্তানের চিন নির্ভরতা প্রসঙ্গে ভদৌরিয়া বলেন, এই চিন নির্ভরতা পাকিস্তানকে ডুবিয়ে ছাড়বে। পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে বিনিয়োগ করেছে চিন। এতে পাকিস্তানের ওপরে ঋণ যেমন বাড়বে তেমনি তাকে চিনর ওপরেই নির্ভর করে থাকতে হবে। ইকোনমিক করিডোরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বেজিং। আর এই পুরো টাকা পাকিস্তানকে লোন হিসেবে দিয়েছে চিন প্রশাসন। আগামী দিনে এর চাপ পাকিস্তানকে সহ্য করতে হবে।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version