সাংসদ হিসেবেই সিএএ-র দাবি: মুকুলের পাশে বসে বললেন শান্তনু

সিএএ (CAA) দ্রুত লাগু করার দাবি জানিয়ে “দলে আছি” বলেই বার্তা দিলেন বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। গত কয়েকদিনে তাঁর দল বিজেপি ছাড়ার বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। কারণ সিএএ ইস্যুতে তাঁর অবস্থান স্পষ্ট করেন শান্তনু। যেটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যায়। এই পরিস্থিতিতে বুধবার দলীয় সাংসদকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। সেখানে রাজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন বিষয় নিয়ে সুর চড়ান মুকুল। এরপরে তিনি বলেন, শান্তনুর বক্তব্য নিয়ে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে (News Media) যে খবর ছড়িয়েছে, সে বিষয়ে স্পষ্ট করবেন।

এরপর শান্তনু ঠাকুর বলেন, সিএএ ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে লাগু করার দাবি জানিয়েছেন। তবে সেটা দলে থেকেই। “সাংসদ হিসেবে কেন্দ্রের কাছেই দাবি করেছি”, বললেন শান্তনু। নাম না করে তিনি বলেন যে দল সিএএ-র বিরুদ্ধে মতামত দিচ্ছে যাওয়ার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন:বৈঠকে বসার আগেই আলোচনার বিষয় কেন্দ্রকে জানিয়ে দিলেন কৃষকরা

সিএএ নিয়ে রাজনীতি করছে তৃণমূল- বেসুরো শান্তনুকে পাশে বসিয়ে এই অভিযোগ করেন মুকুল রায়। তবে দলবদলে জল্পনা উড়িয়ে দেন শান্তনু।