Sunday, May 4, 2025

অপহরণ(kidnapped) কাণ্ডের তদন্তে সাফল্য পেল মানিকচক থানার পুলিশ(Police)। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হওয়ার সাথে ঘটনার সঙ্গে যুক্ত ৬ অপহরণকারীকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ। গোটা ঘটনায় পুলিশের সাফল্যে সাধুবাদ জানাচ্ছি এলাকার মানুষ। বুধবার ধৃত অপহরণকারীদের মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার(Manikchowk police station) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত ব্যক্তির নাম মহম্মদ ফারুক। মানিকচক থানার চৌকি মিরদাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় পোল্ট্রি মুরগির ফার্মের ব্যবসায়ী। গত তিনদিন আগে বাড়ি থেকে কিছুটা দূরে নিজের মুরগির ফার্ম ঘুমোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ে বেশ কিছু দুষ্কৃতী তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপরই পরিবারের লোকেদের কাছে ছয় লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন আসে। গোটা ঘটনার লিখিত অভিযোগ মানিকচক থানার পুলিশের কাছে করেন পরিবারের সদস্যরা। তারপর থেকে তদন্ত শুরু করে মানিকচক থানার ওসি কুনাল কান্তি দাস সহ পুলিশকর্তারা।

আরও পড়ুন:হিন্দু তাস খেলে বিস্ফোরক দিলীপ, বিজয়া দশমীতেও অস্ত্র হাতে মিছিল করুন

গোপন ডেরায় মুক্তিপণ দিতে গিয়ে অপহরণকারীদের ধরে ফেলে পুলিশের দল। মানিকচক থানার পুলিশের সাথে এই অভিযানের সামিল হয় মোথাবাড়ি থানা ও মিল্কি ফাঁড়ির পুলিশ। অপহৃত ব্যক্তির সাথে অপহরণ কাণ্ডে জড়িত ছয়জনকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল, করিম শেখ, মইনুল হক, রফিকুল ওরফে সর্দার, হুমায়ুন শেখ, সাবিউল খান ও কাদের শেখ। ধৃতরা কালিয়াচক মোথাবাড়ি ও ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশের এই সাফল্যে খুশি পরিবারসহ স্থানীয়রা। বুধবার ধৃত ৬ অপহরণকারীকে মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তি মহম্মদ ফারুককে চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version