ব্রিটেন থেকে আসা শহরের যুবকের দেহে নতুন স্ট্রেন ভাইরাসের তথ্য দেয়নি কেন্দ্র

করোনায় আক্রান্ত ব্রিটেন ফেরত যুবকের কোভিড পরীক্ষার রিপোর্ট রাজ্যে পাঠালেও, সেই রিপোর্টে
নতুন স্ট্রেন-এর কোনও তথ্যই জানালো না কেন্দ্র। ফলে এখনও অজানা, ওই যুবকের শরীরে ব্রিটেনে ছড়িয়ে যাওয়া নতুন স্ট্রেন ‘VUI-২০২০১২/০১’ আছে কি’না৷

জানা গিয়েছে, ওই যুবকের নমুনা পরীক্ষা করার পর পুনের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি’ সেই রিপোর্ট কেন্দ্রের জেনেটিক সিকোয়েন্সিং সংক্রান্ত প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়ো মেডিক্যাল জেনোমিক্স’-এ পাঠিয়ে দিয়েছে। মেডিক্যাল কলেজের সুপার ডা: ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, ওই যুবকের নমুনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, “আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। প্রয়োজনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হবে’।

আরও পড়ুন- স্বাস্থ্যকর্মীরা পরেননি পিপিই কিট, চলছে সোয়াব স্যাম্পল সংগ্রহের কাজ

Previous articleএকের পর এক সারমেয় ধর্ষণ! অভিযুক্তের মুখে কালি মাখিয়ে বেধড়ক মার জনতার
Next articleব্রেকফাস্ট নিউজ