Sunday, November 2, 2025

তৃণমূল ছাড়বেন এক মন্ত্রী! সৌমিত্রের মন্তব্যে জল ঢাললেন অরূপ

Date:

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে দলবদলের হিড়িক রাজ্য জুড়ে। প্রধানত তৃণমূল আর বিজেপিতেই আসা-যাওয়া বেশি। এরমধ্যেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর মন্তব্য নিয়েই শুরু হয়েছিল জোর গুঞ্জন। তাঁর দাবি ছিল, অরূপ রায় (Arup Roy) বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajiv Benarjee) মধ্যে একজন শাসকদল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। তবে, মন্তব্যে জল ঢাললেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “ওরা কোথা থেকে পায় জানিনা। ১৯৯৭ সালে আমি তৃণমূল (TMC) শুরু করি। আমি তো সৌমিত্র খাঁর মতো কংগ্রেস থেকে তৃণমূল। আবার তৃণমূল থেকে বিজেপি করি না। আদর্শ, ভাবনা নিয়ে দল করি। দলে প্রয়োজন নেই বুঝলে সরে যাব। এদল ওদল করার মানসিকতা আমার নয়। তা ছাড়া বিজেপির (BJP) নীতি, আদর্শ আমার সঙ্গে মেলে না। ওরা কোন অধিকারে এসব আলোচনা করছে আমি বলতে পারব না।”

আরও পড়ুন – টিকা এলেও কোভিড বিধিতে ঢিলেমি নয়, সাবধান করলেন প্রধানমন্ত্রী

অপর যে মন্ত্রীর নাম করেছিলেন সৌমিত্র খাঁ, এই মন্তব্য নিয়ে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ে কোনও মন্তব্য মেলেনি। বুধবার, হাওড়ার ডোমজুড়ে একটি দলীয় সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিজেপি সাংসদের দাবি করেন, “অরূপ রায় দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে আচমকাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপি যোগের জল্পনা তৈরি হয়। দু’পক্ষের সংঘাতের অরূপ রায় পিছিয়ে গিয়েছেন। তবে খুব তাড়াতাড়ি অরূপ রায় বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেকোনও একজন বিজেপিতে যোগ দেবেন” বলে দাবি সৌমিত্রর। তবে, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দাবি খারিজ করে দিয়েছেন অরূপ রায়।

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version