Tuesday, May 6, 2025

তৃণমূল ছাড়বেন এক মন্ত্রী! সৌমিত্রের মন্তব্যে জল ঢাললেন অরূপ

Date:

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে দলবদলের হিড়িক রাজ্য জুড়ে। প্রধানত তৃণমূল আর বিজেপিতেই আসা-যাওয়া বেশি। এরমধ্যেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর মন্তব্য নিয়েই শুরু হয়েছিল জোর গুঞ্জন। তাঁর দাবি ছিল, অরূপ রায় (Arup Roy) বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajiv Benarjee) মধ্যে একজন শাসকদল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। তবে, মন্তব্যে জল ঢাললেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “ওরা কোথা থেকে পায় জানিনা। ১৯৯৭ সালে আমি তৃণমূল (TMC) শুরু করি। আমি তো সৌমিত্র খাঁর মতো কংগ্রেস থেকে তৃণমূল। আবার তৃণমূল থেকে বিজেপি করি না। আদর্শ, ভাবনা নিয়ে দল করি। দলে প্রয়োজন নেই বুঝলে সরে যাব। এদল ওদল করার মানসিকতা আমার নয়। তা ছাড়া বিজেপির (BJP) নীতি, আদর্শ আমার সঙ্গে মেলে না। ওরা কোন অধিকারে এসব আলোচনা করছে আমি বলতে পারব না।”

আরও পড়ুন – টিকা এলেও কোভিড বিধিতে ঢিলেমি নয়, সাবধান করলেন প্রধানমন্ত্রী

অপর যে মন্ত্রীর নাম করেছিলেন সৌমিত্র খাঁ, এই মন্তব্য নিয়ে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ে কোনও মন্তব্য মেলেনি। বুধবার, হাওড়ার ডোমজুড়ে একটি দলীয় সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিজেপি সাংসদের দাবি করেন, “অরূপ রায় দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে আচমকাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপি যোগের জল্পনা তৈরি হয়। দু’পক্ষের সংঘাতের অরূপ রায় পিছিয়ে গিয়েছেন। তবে খুব তাড়াতাড়ি অরূপ রায় বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেকোনও একজন বিজেপিতে যোগ দেবেন” বলে দাবি সৌমিত্রর। তবে, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দাবি খারিজ করে দিয়েছেন অরূপ রায়।

Related articles

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...

হিংসা নয়-শান্তি চাই, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি নয়: বার্তা মুখ্যমন্ত্রীর

হিংসা নয়, শান্তি চাই- মুর্শিদাবাদের (Murshidabad) হিংসার বিরোধিতায় স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। সোমবারের পরে মঙ্গলবারও...
Exit mobile version