কয়লা পাচারকাণ্ডে লালা ঘনিষ্ঠ দুই ভাইয়ের বাড়িতে সিবিআই হানা

কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই (CBI)তল্লাশি। কোন্নগরের (Konnagar) কানাইপুর-শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা। শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং (Amit Singh) ও নীরজ সিং (Niraj Singh) দুই ভাই একই বাড়িতে থাকেন। বৃহস্পতিবার, সকালে হঠাৎ বাড়িটিতে সিবিআই হানা দেয়। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই তল্লাশি চালানো হয়।

তল্লাশির পরে পাশাপাশি জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী দল। সিবিআই সূত্রে খবর, অমিত ও নীরজ দুই ভাই লালার সঙ্গে মিলে কয়লা পাচার কাণ্ডে জড়িত। মূলত সিংয়ের পরিবারের কলকাতা (Kolkata) বড়বাজারে শাড়ির ব্যবসা করে। এর আগেও এই বাড়িতে হানা দিয়েছিল ইডি (ED)। এদিন ফের সিবিআই হানা। তবে বাড়িতে দুই ভাই নেই বলেই খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:Breaking: কেরল বিধানসভায় পাশ কৃষি আইন বিরোধী প্রস্তাবনা

এদিন, সিবিআইয়ের দলে ছিলেন পাঁচজন প্রতিনিধি। এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে।

Previous articleBreaking: কেরল বিধানসভায় পাশ কৃষি আইন বিরোধী প্রস্তাবনা
Next articleবেটিং চক্রে গ্রেপ্তার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার