Thursday, August 21, 2025

এবার কি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী শাকির আলি (Shakira Ali) যাচ্ছেন বিজেপিতে? প্রশ্ন ওঠায় স্বাভাবিক! কারণ গত দুদিন ধরে থেকে শাকিরের একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায় (Social Media)। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি হাত জোড় করে প্রণাম করছেন। সেই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু তাঁর পরণে ছিল গেরুয়া বস্ত্র। এই মুহূর্তে রাজ্যে রাজনীতি ভোট আর দলবদলে উত্তপ্ত। শাসকদলেও ভাঙন অব্যাহত। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) একাই তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য মিলিয়ে ১০টি উইকেট ফেলে দিয়েছেন। তার মধ্যে আচমকাই তৃণমূল সাংসদের স্বামীর গেরুয়া বসন নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন – অপসারণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা সৌম্যেন্দু অধিকারীর

শাকির আলি রিষড়া (Risrah) পুরসভার প্রাক্তন কাউন্সিলর, হুগলি জেলার রাজনীতিতে পরিচিত নাম। হুগলিতে যখন তৃণমূলের ঝান্ডা ধরার লোক ছিল না তখন থেকে তৃণমূল করছেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর এই গেরুয়া বস্ত্র কেন? শাকির আলি জানান, “আমি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ভক্ত। আমি মাঝে মধ্যে বেলুড় মঠ যেতাম। উত্তর প্রদেশের (Uttar Pradesh) দেবা শরিফের ধর্ম গুরু ওয়ারিশ পাক সাহেবের আমি ভক্ত। উনিও গেরুয়া বস্ত্র পরেন। তাই আমিও পরেছি। গেরুয়া পড়া মানেই কি বিজেপি”।

শাকির আলি আরো বলেন, গেরুয়া পোশাক পরলেই বিজেপি তাহলে ওই পোশাক তো পরাই যাবে না। তাঁর দাবি, “দিদির সঙ্গেই ছিলাম, দিদির সাথেই থাকব”।

শাকির আলি বলেন, “আমার সঙ্গে মুকুল রায়ের (Mukul Ray) ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো। আজও সম্পর্ক একই আছে”। রিষড়া সহ-তৃণমূল কংগ্রেসের নেতা হর্ষপ্রসাদ বন্দ্যোপাধ্যায় (Harshprasad Benarjee) বলেন, “উনি দল ছাড়তে পারেন এটা বিশ্বাস করি না”। যদিও বিজেপি নেতা প্রণব চক্রবর্তীর (Pranab Chakrabarty) দাবি, শুধু শাকির আলি নন, রিষড়া সহ হুগলির বেশ কিছু নেতা বিজেপি যোগাযোগ করছেন।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version