Sunday, December 21, 2025

করোনা আবহেই এবার কেরলে ‘শিগেলা’ আতঙ্ক, ক্রমশ বাড়ছে সংক্রমণ

Date:

Share post:

বাড়তে থাকা করোনাভাইরাস(Coronavirus) আতঙ্কের কারণ হয়ে উঠেছে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও। এরই মাঝে গোদের ওপর বিষফোঁড়ার মতো ভারতের কোচিতে(Kochi) দেখা মিলল শিগেলা ব্যাকটেরিয়ার(shigella bacteria)। বুধবার ৫৬ বছরের এক মহিলার শরীরে দেখা গিয়েছে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ। যার ফলে কোঝিকোড়ের(Kozhikode) পর এবার আতঙ্ক ছড়িয়েছে কেরলের কোচিতে। দু’সপ্তাহ আগেই কোঝিকোড়ে একটি ১১ বছরের ছেলের মৃত্যু হয় ওই অসুখে। পরে ৩৬ জন ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

৫৬ বছর বয়সী ওই মহিলার শরীরে শিগেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়ার পর সতর্ক হয়ে উঠেছে প্রশাসন। এর্নাকুলাম জেলার কালেক্টর এস সুভাষ সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, ইতিমধ্যেই আক্রান্তকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্তের এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে। পাশাপাশি কোঝিকোড়ের মতো এখানেও এলাকাবাসীকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পিল(antibacterial peel) বিতরণ করা হচ্ছে। সংক্রমণ যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে কোঝিকোড়ে এই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে যে বালকের মৃত্যু হয় তার ডায়রিয়ার পাশাপাশি অসহ্য পেটে ব্যথা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে বিষয়টিকে নিপা ভাইরাসের(nipah virus) সংক্রমণ বলে আশঙ্কা করছিলেন ডাক্তাররা। পরে জানা যায় শিগেলা ব্যাকটেরিয়ার আক্রান্ত হয়েছিল ছেলেটি।

আরও পড়ুন:নিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি

তবে ঠিক কতটা বিপদজনক এ ব্যাকটেরিয়া? এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, শিগেলা থেকে হওয়া শিগেলোসিস এমনিতে খুব ভয়ানক কোনও অসুখ নয়। কিন্তু কারও কো-মর্বিডিটি থাকলে তাঁর ক্ষেত্রে রীতিমতো সমস্যা তৈরি হতে পারে। জল কিংবা বাসি খাবার থেকে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। মূলত ক্ষুদ্রান্ত্রেই হানা দেয় এটি। বেশিরভাগ ক্ষেত্রেই এই অসুখের সাধারণ উপসর্গ হল ডায়েরিয়া ও জ্বর। ১০ বছরের কম বয়সীদের এই ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...