আস্থা ভোটের দাবি জানাল বাম-কংগ্রেস

পরপর দলবদল, এবং তৃণমূল( tmc) ছেড়ে অন্য দলে বিধায়করা যাওয়ার কারণে আস্থা ভোট চাইল বাম -কংগ্রেস। বৃহস্পতিবার বিধানসভায় যৌথ সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানালেন সুজন চক্রবর্তী (  sujan chakraborty)  ও আব্দুল মান্নান (  abdul mannan)  ।

সুজন বলেন, সরকার কেন আস্থা ভোটের মুখোমুখি হতে ভয় পাচ্ছে জানি না। মানুষের মনের মধ্যে ধারণা তৈরি হয়েছে, যেভাবে তৃণমূল ভাঙছে, তাতে সরকারের আস্থা ভোট নেওয়া উচিত। অধিবেশন না হলেও কাজকর্ম হচ্ছে। আর সরকার আস্থা ভোটে জিতলে উচিত কৃষকদের পাশে দাঁড়ানো। কৃষি আইন বাতিল করতে প্রস্তাব পাশ করা।

রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায় বাম-কংগ্রেসের এই দাবির পরিপ্রেক্ষিতে বলেন, এই দাবি বহুদিন থেকেই করতে অভ্যস্ত বাম-কংগ্রেস। অনাস্থা তো দূরের কথা, সরকার মেয়াদ শেষ করবে। সব কাজ শেষ করবে। তৃতীয়বার ক্ষমতাতেও আসবে সকলেকে হতাশ করে।

আরও পড়ুন:পুর প্রশাসক পদে অপসারণ, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে সৌমেন্দু

Previous articleকরোনা আবহেই এবার কেরলে ‘শিগেলা’ আতঙ্ক, ক্রমশ বাড়ছে সংক্রমণ
Next articleঅমর্ত্য সেনকে ‘জমিচোর’ বলায় অধীর চৌধুরির নিশানায় দিলীপ ঘোষ