লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

এই জয়ের ফলে ৩৬ বার লা লিগা জিতল রিয়াল। তাদের ধারেকাছে কেউ নেই।

লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার জিরোনার কাছে এফসি বার্সেলোনা হারতেই স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হলো রিয়াল। চার ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগ জিতল তারা। ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে রিয়াল। ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। তৃতীয় স্থানে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা।

এই জয়ের ফলে ৩৬ বার লা লিগা জিতল রিয়াল। তাদের ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার থেকে ১৩ পয়েন্টে এগিয়ে তারা। বাকি আর চারটি ম্যাচ। অর্থাৎ, জিরোনার পক্ষে ১২ পয়েন্টের বেশি পাওয়া কোনও ভাবেই সম্ভব নয়। শনিবার বিকেলের ম্যাচে কাডিজকে হারায় রিয়াল। মূলত রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দের দিয়েই জয় তুলে নেন কোচ কার্লো আনচেলোত্তি।কাডিজকে রিয়াল হারায় ৩-০ গোলে। আর রাতের ম্যাচে বার্সেলোনা ২-৪ হেরে যায় জিরোনার কাছে। হারের ফলে এবার কোনও ট্রফি ছাড়াই মরশুম শেষ করতে হবে তাদের।

তবে লা-লিগা চ্যাম্পিয়ন হয়ে আনন্দে ভেসে থাকতে নারাজ রিয়াল। তাদের লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখে গিয়ে বায়ার্নের সঙ্গে ২-২ ড্র করেছে তারা। ৯ মে ফিরতি ম্যাচে নামবে তারা। ঘরের মাঠে জিতে ফাইনালে উঠতে মরিয়া রিয়াল।

আরও পড়ুন- চরমে বাকযুদ্ধ, বিরাটকে কড়া ভাষায় তোপ গাভাস্করের

Previous articleপথকুকুরদের পাশে অনুভূতি-র সদস্যরা, গরমে বিশেষ উদ্যোগ
Next articleবিজেপির বি-টিম কংগ্রেস তাই অন্যায়ের প্রতিবাদ নেই, সামসেরগঞ্জে গর্জে উঠলেন অভিষেক