পুর প্রশাসক পদে অপসারণ, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে সৌমেন্দু

সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। পুর প্রশাসক পদে অপসারণের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু। ৪ জানুয়ারি শুনানির সম্ভাবনা বলে জানিয়েছেন তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash ranjan Bhattajee)। সরকারি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সৌমেন্দু।

 

কাঁথি (Kanthi) পুরসভার প্রশাসক পদ থেকে তাঁর অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বুধবারেই কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করেন সৌম্যেন্দু অধিকারী। মূলত সিদ্ধান্ত প্রয়োগের পদ্ধতিগত বিষয়টি নিয়েই মামলা করা হয়েছে। অধিকারী পরিবারের চার ভাইয়ের মধ্যে বড় কৃষ্ণেন্দু বাদে বাকি তিনজন রাজনীতিতে রয়েছেন। তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) ইতিমধ্যেই বিজেপি-তে যোগ দিয়েছেন। তাঁর পরের ভাই দিব্যেন্দু তমলুকের তৃণমূল সাংসদ। ঘটনা প্রবাহে অধিকারী পরিবারের থেকে তৃণমূলের দূরত্ব ক্রমশই বাড়ছে। শুভেন্দু প্রকাশ্যে জানিয়েছেন, তাঁর ভাই সৌম্যেন্দুকে পুর প্রশাসকের পদ থেকে সরানোর সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’। জল্পনা, বছরের প্রথমদিনই সৌম্যেন্দু বিজেপি-তে যোগ দিতে পারেন।

আরও পড়ুন:নিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি

Previous articleনিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি
Next articleকরোনা আবহেই এবার কেরলে ‘শিগেলা’ আতঙ্ক, ক্রমশ বাড়ছে সংক্রমণ