শুভেন্দুর গুরুত্ব বোঝাতে সরকারি সংস্থার চেয়ারম্যান পদ দিচ্ছে কেন্দ্র

আগেই জেড ক্যাটাগরির নিরাপত্তা (Z category security) পেয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে। এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্য আরও এক সুখবর। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের (chairman of jute corporation of India) দায়িত্ব নিচ্ছেন শুভেন্দু। নতুন বছর থেকেই হয়তো এই দায়িত্ব তাঁর হাতে চলে আসবে। কারণ ইতিমধ্যে তাঁকে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে ফোন করা হয়েছে। বায়োডাটাও চেয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রীত্ব সহ একাধিক সংস্থার দায়িত্ব থেকে পদত্যাগ করেই শুভেন্দু বিজেপিতে আসেন। তাঁকে এখন ‘তুষ্ট’ করা বিজেপির বাধ্যতামূলক ‘প্রায়োরিটি’। তার প্রথম পদক্ষেপ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ। ভোটের আগে সাংগঠনিক পদ দেওয়া হবে বলেও বিজেপি মহলে খবর। শুভেন্দুকে গুরুত্ব দিয়ে বিজেপি রাজনৈতিক মহলে প্রমাণ করতে চায়, তাদের কাছে শুভেন্দুর গুরুত্ব। বিজেপি দল ভাঙানোর প্রশ্নে শুভেন্দুর উপর ভরসাও করতে চাইছে।

আরও পড়ুন- কোয়ারেন্টিনে না থেকেই ব্রিটেন ফেরত তিন যুবক পরিবার নিয়ে ডুয়ার্সে!

Previous articleকোয়ারেন্টিনে না থেকেই ব্রিটেন ফেরত তিন যুবক পরিবার নিয়ে ডুয়ার্সে!
Next articleজন্মবার্ষিকীতে সোমেন মিত্রের বাড়ি গিয়ে প্রয়াত নেতাকে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর