Friday, August 22, 2025
কিশোর সাহা

দুমাসের মাথায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee) ও প্রশান্ত কিশোর (Prashant Kishor) জুটির ডেস্টিনেশন নর্থ বেঙ্গল ,(North Bengal)। এবার তৃণমূল যুবর রাজ্য সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী পি কে জুটির ত্রিমুখী লক্ষ্য। তৃণমূলের অন্দরের খবর, অভিষেক-পিকে জুটির প্রথম লক্ষ্য হতে চলেছে, শুভেন্দুকে সামনে রেখে উত্তরবঙ্গে যাতে দলে বড় মাপের ভাঙন না ধরে তা যতটা সম্ভব নিশ্চিত করা। কারণ, ৭ জানুয়ারি উত্তরবঙ্গ সফর শুরু করার কথা শুভেন্দুর। তিনি গঙ্গারামপুরে সভা করতে পারেন। সেখানেই বেশ কয়েকজন তৃণমূল নেতা গিয়ে শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হাত ধরে বিজেপিতে (Bjp) যোগ দিতে পারেন বলে খবর।

দ্বিতীয়ত, দলের মধ্যে যে তৃণমূল (Tmc) নেতারা নানা কারণে ক্ষুব্ধ হয়ে হাত গুটিয়ে বসে রয়েছেন। তাঁদের ভোটের ময়দানে নামাতে ভোকাল টনিক দেওয়া।
তৃতীয়ত, বালুরঘাট থেকে আলিপুরদুয়ার ভায়া মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার অবধি উত্তরবঙ্গকে বঞ্চনার যে অভিযোগ সামনে রেখে বিজেপি রাজনীতির ময়দান দখল করে চলেছে তা ভোঁতা করতে আগ্রাসী প্রচারের পথ দেখানো।

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে সাতটি আসন জেতার পরে বিজেপি উত্তরের পাহাড় ও সমতলে চালিযে ব্যাট করছিল। তা সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন উত্তরের তৃণমূল নেতারা। সেই সময়ে উইকেট ছেড়ে স্টেপ আউট করে বিমল গুরুংকে জোটসঙ্গী করে সেই মাঠের অনেকটাই (পাহাড়-তরাই ও ডুয়ার্সের নেপালি ভাষী অধ্যুষিত এলাকা) দখল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-প্রশান্ত কিশোর (পিকে) জুটি। তার পরে মাস দেড়েক আগে শিলিগুড়ি দুদিন থেকে উত্তরবঙ্গের নানা এলাকার বাছাই নেতাদের ডেকে মতামত নিয়েছেন, পরামর্শ চেয়েছেন এবং তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ভোকাল টনিকে অনেকটা চাঙ্গা হয়েছিল উত্তরবঙ্গের তৃণমূল।
কিন্তু সম্প্রতি শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরে উত্তরবঙ্গেও বেশ কয়েকজন নেতা দলে আসবে বলে হিসেব কষছে বিজেপি।

উত্তরবঙ্গে পাহাড় ও সমতল মিলিয়ে ৮টি জেলা রয়েছে। সব জেলা থেকে শুভেন্দু অধিকারীর অনুগামীদের পাওয়া যাবে বলে বিজেপিও হিসেব করছে।
তৃণমূল শিবিরের একটি সূত্র বলছে, সে সব খবর রয়েছে অভিষেক-পিকে জুটির কাছেও। ফলে, দুদিনের উত্তরবঙ্গ সফরে ফের মাঠের দখল নিতে কতটা আক্রমণাত্মক হবেন অভিষেক-পিকে জুটি এবং কতটা রক্ষণাত্মক হন সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন : আপনার শরীর ঠিক আছে তো? বেডে বসে মমতাকে প্রশ্ন সৌরভের

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version