Friday, November 7, 2025

কারখানা না হওয়ার জন্য তৃণমূলকে দুষে সিঙ্গুরে শিল্প-প্রতিশ্রুতি মুকুল, লকেটের

Date:

বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের (Singur) মাটিতে দাঁড়িয়ে টাটা কারখানা নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন বিজেপি সর্বভারতীয় নেতা মুকুল রায় (Mukul Roy)। ক্ষমতায় এলে সিঙ্গুরবাসী হয়ে প্রধানমন্ত্রী কাছে দরবার করে সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠা করবেন বলে শনিবার সিঙ্গুর রেল গেট সংলগ্ন ময়দানে বিজেপির জনসভায় প্রতিশ্রুতি দেন মুকুল রায়। উপস্থিত ছিলেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় (Goutam Chatterjee), জেলা ও রাজ্য নেতৃত্ব।

মুকুল রায় অভিযোগ করেন, “সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়ে বাংলাকে অন্ধকার করে দিয়েছে। তাই সিঙ্গুরে এলে নিজের পাপ বোধহয়”। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে (Amit Mitra) কটাক্ষ করে তিনি বলেন, শিল্প সম্মেলন করে যে টাকা খরচ করেছেন, রাজ্যে কটা শিল্প করেছেন? মুকুল রায় বলেন, সিঙ্গুরের মানুষ বিজেপি আসার অপেক্ষায় আছে।

পাশাপাশি, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন লকেট চট্টোপাধ্যায়। বলেন, এই সব এই কার্ডে রাজ্যে মানুষ কোনও সুবিধে পাবেন না। শিল্প নিয়ে সিঙ্গুরের মানুষের সঙ্গে বঞ্চনা করেছে তৃণমূল সরকার। সিঙ্গুরে এ্যগ্রোপার্ক নিয়ে কটাক্ষ করে বলেন, “সারা বাংলা জুড়ে এ্যগ্রোপার্ক তৈরি করলেও ক্ষমতায় আসবে না তৃণমূল। ভাঙন শুরু হয়েছে, উইকেট পড়ছে”।

তবে সিঙ্গুরবাসীর মতে, সেই সময় শিল্পের বিরোধিতা করা নেতা-নেত্রীরা এখন ক্ষমতা দখলের জন্য শিল্পের পক্ষে দিচ্ছেন।

আরও পড়ুন : সমতলের ময়দান ধরে রাখতে ফের অভিষেক-পিকের “ডেস্টিনেশন নর্থ বেঙ্গল”

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version