Friday, November 7, 2025

সমতলের ময়দান ধরে রাখতে ফের অভিষেক-পিকের “ডেস্টিনেশন নর্থ বেঙ্গল”

Date:

কিশোর সাহা

দুমাসের মাথায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee) ও প্রশান্ত কিশোর (Prashant Kishor) জুটির ডেস্টিনেশন নর্থ বেঙ্গল ,(North Bengal)। এবার তৃণমূল যুবর রাজ্য সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী পি কে জুটির ত্রিমুখী লক্ষ্য। তৃণমূলের অন্দরের খবর, অভিষেক-পিকে জুটির প্রথম লক্ষ্য হতে চলেছে, শুভেন্দুকে সামনে রেখে উত্তরবঙ্গে যাতে দলে বড় মাপের ভাঙন না ধরে তা যতটা সম্ভব নিশ্চিত করা। কারণ, ৭ জানুয়ারি উত্তরবঙ্গ সফর শুরু করার কথা শুভেন্দুর। তিনি গঙ্গারামপুরে সভা করতে পারেন। সেখানেই বেশ কয়েকজন তৃণমূল নেতা গিয়ে শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হাত ধরে বিজেপিতে (Bjp) যোগ দিতে পারেন বলে খবর।

দ্বিতীয়ত, দলের মধ্যে যে তৃণমূল (Tmc) নেতারা নানা কারণে ক্ষুব্ধ হয়ে হাত গুটিয়ে বসে রয়েছেন। তাঁদের ভোটের ময়দানে নামাতে ভোকাল টনিক দেওয়া।
তৃতীয়ত, বালুরঘাট থেকে আলিপুরদুয়ার ভায়া মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার অবধি উত্তরবঙ্গকে বঞ্চনার যে অভিযোগ সামনে রেখে বিজেপি রাজনীতির ময়দান দখল করে চলেছে তা ভোঁতা করতে আগ্রাসী প্রচারের পথ দেখানো।

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে সাতটি আসন জেতার পরে বিজেপি উত্তরের পাহাড় ও সমতলে চালিযে ব্যাট করছিল। তা সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন উত্তরের তৃণমূল নেতারা। সেই সময়ে উইকেট ছেড়ে স্টেপ আউট করে বিমল গুরুংকে জোটসঙ্গী করে সেই মাঠের অনেকটাই (পাহাড়-তরাই ও ডুয়ার্সের নেপালি ভাষী অধ্যুষিত এলাকা) দখল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-প্রশান্ত কিশোর (পিকে) জুটি। তার পরে মাস দেড়েক আগে শিলিগুড়ি দুদিন থেকে উত্তরবঙ্গের নানা এলাকার বাছাই নেতাদের ডেকে মতামত নিয়েছেন, পরামর্শ চেয়েছেন এবং তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ভোকাল টনিকে অনেকটা চাঙ্গা হয়েছিল উত্তরবঙ্গের তৃণমূল।
কিন্তু সম্প্রতি শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরে উত্তরবঙ্গেও বেশ কয়েকজন নেতা দলে আসবে বলে হিসেব কষছে বিজেপি।

উত্তরবঙ্গে পাহাড় ও সমতল মিলিয়ে ৮টি জেলা রয়েছে। সব জেলা থেকে শুভেন্দু অধিকারীর অনুগামীদের পাওয়া যাবে বলে বিজেপিও হিসেব করছে।
তৃণমূল শিবিরের একটি সূত্র বলছে, সে সব খবর রয়েছে অভিষেক-পিকে জুটির কাছেও। ফলে, দুদিনের উত্তরবঙ্গ সফরে ফের মাঠের দখল নিতে কতটা আক্রমণাত্মক হবেন অভিষেক-পিকে জুটি এবং কতটা রক্ষণাত্মক হন সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন : আপনার শরীর ঠিক আছে তো? বেডে বসে মমতাকে প্রশ্ন সৌরভের

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version