Thursday, August 28, 2025

‘ওদের দুর্নীতির সব তথ্য আছে,ভোট প্রচারে প্রকাশ করবো’, মহিষাদলে হুঙ্কার শুভেন্দুর

Date:

Share post:

“আমার কাছে ওদের দুর্নীতির সব তথ্য আছে, ভোটের প্রচারে সব এক এক করে প্রকাশ করবো”৷

শনিবার মহিষাদল বিধানসভা এলাকার দ্বারিবেরিয়াতে বিজেপির এক জনসভা ও যোগদান মেলার তৃণমূলের উদ্দেশ্যে এই হুমকিই দিয়েছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikary)৷ তিনি বলেছেন, “একদিন ঘুরে ঘুরে আমার পুরোনো দলকে এই হলদিয়াতে প্রতিষ্ঠিত করেছি৷ আর এবার বিজেপিতে যোগ দিয়ে ওই দলটিকে হলদি নদীতে ফেলবো”৷ শুভেন্দু এদিন বলেন, “হলদিয়ার দুটো আসন আছে৷ আমি হলদিয়ার ভোটার৷ এখানে ভোট আমি করিয়ে নেবো৷ আমার উপর ভরসা রাখুন৷” এদিনের সভামঞ্চে শুভেন্দুর পাশেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo), সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক তাপসী মণ্ডল, অশোক দিন্দা৷

এদিন ফের তৃণমূলে ভাঙন ঘটেছে৷ এই যোগদান মেলায় জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়ের প্রধান, ব্লক সভাপতি সহ এদিন প্রায় ১৫০ জন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ শুভেন্দু এবং বাবুলের হাত ধরেই তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখালেন৷ এদিনের সভামঞ্চে ফের শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “বিধানসভা ভোটে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে মোট ৩৫ আসনের ৩৫টিতেই বিজেপি বিপুল ব্যবধানে জয়ী হবে৷”

বাংলার রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের শুভেন্দু- অনুগামীরা একে একে
হাতে তুলে নিচ্ছেন পদ্মফুল৷ ওই জেলায় যেভাবে বিজেপিতে যোগদানের হিড়িকে লেগেছে, তাতে কপালের ভাঁজ চওড়া হচ্ছে ঘাসফুল শিবিরের।
প্রসঙ্গত, শুক্রবারই অধিকারী পরিবারে দ্বিতীয় পদ্মফুলটি ফুটেছে। কাঁথির সভায় দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই দলবদল করে বিজেপিতে যোগ দেন কাঁথি পুরসভার ১৫ জন বিদায়ী তৃণমূল কাউন্সিলর৷ ঠিক তার পরদিন, শনিবারও ফের নতুন ফাটল দেখা গেলো তৃণমূল শিবিরে৷

আরও পড়ুন:সৌরভের সুস্থতার জন‍্য প্রার্থনা বিরাট, বীরু, ঋদ্ধিমানদের

Advt

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...