Wednesday, November 5, 2025

‘ওদের দুর্নীতির সব তথ্য আছে,ভোট প্রচারে প্রকাশ করবো’, মহিষাদলে হুঙ্কার শুভেন্দুর

Date:

Share post:

“আমার কাছে ওদের দুর্নীতির সব তথ্য আছে, ভোটের প্রচারে সব এক এক করে প্রকাশ করবো”৷

শনিবার মহিষাদল বিধানসভা এলাকার দ্বারিবেরিয়াতে বিজেপির এক জনসভা ও যোগদান মেলার তৃণমূলের উদ্দেশ্যে এই হুমকিই দিয়েছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikary)৷ তিনি বলেছেন, “একদিন ঘুরে ঘুরে আমার পুরোনো দলকে এই হলদিয়াতে প্রতিষ্ঠিত করেছি৷ আর এবার বিজেপিতে যোগ দিয়ে ওই দলটিকে হলদি নদীতে ফেলবো”৷ শুভেন্দু এদিন বলেন, “হলদিয়ার দুটো আসন আছে৷ আমি হলদিয়ার ভোটার৷ এখানে ভোট আমি করিয়ে নেবো৷ আমার উপর ভরসা রাখুন৷” এদিনের সভামঞ্চে শুভেন্দুর পাশেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo), সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক তাপসী মণ্ডল, অশোক দিন্দা৷

এদিন ফের তৃণমূলে ভাঙন ঘটেছে৷ এই যোগদান মেলায় জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়ের প্রধান, ব্লক সভাপতি সহ এদিন প্রায় ১৫০ জন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ শুভেন্দু এবং বাবুলের হাত ধরেই তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখালেন৷ এদিনের সভামঞ্চে ফের শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “বিধানসভা ভোটে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে মোট ৩৫ আসনের ৩৫টিতেই বিজেপি বিপুল ব্যবধানে জয়ী হবে৷”

বাংলার রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের শুভেন্দু- অনুগামীরা একে একে
হাতে তুলে নিচ্ছেন পদ্মফুল৷ ওই জেলায় যেভাবে বিজেপিতে যোগদানের হিড়িকে লেগেছে, তাতে কপালের ভাঁজ চওড়া হচ্ছে ঘাসফুল শিবিরের।
প্রসঙ্গত, শুক্রবারই অধিকারী পরিবারে দ্বিতীয় পদ্মফুলটি ফুটেছে। কাঁথির সভায় দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই দলবদল করে বিজেপিতে যোগ দেন কাঁথি পুরসভার ১৫ জন বিদায়ী তৃণমূল কাউন্সিলর৷ ঠিক তার পরদিন, শনিবারও ফের নতুন ফাটল দেখা গেলো তৃণমূল শিবিরে৷

আরও পড়ুন:সৌরভের সুস্থতার জন‍্য প্রার্থনা বিরাট, বীরু, ঋদ্ধিমানদের

Advt

spot_img

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...