রবিবারের সকালে ফুরফুরায় গিয়ে আব্বাসের সঙ্গে বৈঠকে ওয়েসি

রবিবারের সকালেই রাজ্য রাজনীতি সরগরম। সকাল এগারোটা নাগাদ ফুরফুরা শরিফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠকে বসেন মিমের শীর্ষ নেতা আসাউদ্দিন ওয়েসি। পাখীর চোখ যে বিধানসভা ভোট, তা বলার অপেক্ষা রাখে না।

বিহারের ভোটে সাফল্য পাওয়ার পর মিম এবার বাংলার ভোটেও নামতে চাইছে। মূলত সংখ্যালঘু ভোট টার্গেট। সীমান্ত এলাকার জেলাগুলিতে প্রার্থী দিতে চাইছে মিম। রাজনৈতিক মহলের গুঞ্জন, আসলে মিমকে বাংলার ভোটে নামানোর পিছনে রয়েছে বিজেপির হাত। সংখ্যালঘু ভোট বিজেপি ভোট বাক্সে ফেলতে না পারলে ভোট কাটার রাজনীতিতে যেতে চাইছে। শাসকদলের ভোটব্যাঙ্ক কাটার চেষ্টা। আর সেই কারণেই পীরজাদা ত্বহা সিদ্দিকির বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত পীরজাদা আব্বাসের সঙ্গে জোট বাঁধাএ পরিকল্পনা নিয়েই ওয়েসির বাংলায় আসা। ঘন্টা সাতেকের জন্য রাজ্যে এসে সোজা আব্বাসের ডেরায় গিয়ে দীর্ঘ বৈঠক করেন দু’দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল অবশ্য পরিষ্কার জানিয়েছে, বিজেপির ভোট কাটার চক্রান্ত মানুষ ব্যর্থ করবেন। সব আসনে জমানত জব্দ হবে ওয়েসির দলের।

আরও পড়ুন-মমতাকে ব্যঙ্গ কৈলাসের, কড়া জবাব তৃণমূলের মহিলা জন প্রতিনিধিদের

Advt

 

Previous articleমুম্বই দলে সচিন পুত্র অর্জুন
Next articleকলকাতার সবুজ ফেরাতে প্লাস্টিক সংগ্রহে সামিল পড়ুয়ারাও