সৌরভকে ফোন মোদির, দ্রুত সুস্থ হয়ে উঠুন

সন্ধ্যে সাড়া ছ’টা। উডল্যান্ডসের ( woodlands hospital) ল্যান্ড লাইনে ফোন। ফোনের উল্টোদিকে পিএমও (PMO)। হাসপাতালের পিবিএক্সকে বলা হলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)।

সব মিলিয়ে মিনিট খানেকের কথোপকথন। হাসপাতালের কেবিনে শুয়ে প্রধানমন্ত্রীর ফোন ধরলেন দ্রুত সুস্থ হয়ে ওঠা বাংলার মহারাজ। মোদিজি বললেন, সৌরভ, এখন কেমন আছেন? দ্রুত সুস্থ হয়ে উঠুন। সারা দেশবাসীর শুভেচ্ছা রয়েছে আপনার সঙ্গে। উল্টোদিক থেকে সৌরভ বললেন, এখন সুস্থবোধ করছেন। স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন। কাল বাকি ‘ব্লক’-এর চিকিৎসা নিয়ে কথা হবে। তারপর সিদ্ধান্ত হবে কী করা হবে। ওষুধ, না ফের স্টেন বসানো হবে তারই সিদ্ধান্ত হবে।

প্রধানমন্ত্রীর ফোনের পাশাপশি আগামিকাল দুপুরে কলকাতায় আসছেন অমিত শাহ পুত্র এবং বিসিসিআইয়ের সচিব জয় শাহ (Joy Shah) । আসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

আরও পড়ুন:আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের, ওড়িশা এফসি কে ৩-১ গোলে হারাল রবি ফাউলারের দল

Advt

 

Previous articleদলবদলু বিজেপি নেত্রীর টুইটার অ্যাকাউন্টে ‘বিস্ময়কর’ কভার পিকচার
Next articleশোভন- বৈশাখীর ‘বিশাল’ মিছিলের অনুমতি দিল না লালবাজার