Thursday, August 28, 2025

অবশেষে খুলল পুরীর মন্দিরের দরজা, প্রবেশে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট

Date:

মারণ করোনাকে(coronavirus) সঙ্গী করেই স্বাভাবিক হচ্ছে জনজীবন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে খুলে যাচ্ছে দেশের একের পর এক তীর্থস্থানের(Pilgrim) দরজা। সেই ধারা অবলম্বন করে এবার সর্বসাধারণের জন্য খুলে গেল পুরীর মন্দিরের(Puri temple) দরজা। রবিবার থেকে এই মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হল ভক্তদের। অবশ্য করো না বিধি নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।

রবিবার পুরীর মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর মন্দিরের প্রধান কর্মকর্তা কৃষ্ণ কুমার জানিয়েছেন রবিবার থেকে প্রত্যেক ভক্তকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশের ৯৬ ঘন্টা আগের রিপোর্টকেই মান্যতা দেওয়া হবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আরটি-পিসিআর টেস্ট, যে কোনও রিপোর্ট নিয়ে ঢুকলেই চলবে। পাশাপাশি মন্দিরে ঢুকতে গেলে মুখে পড়া মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশের আগে হাত স্যানিটাইজার করা হবে ভক্তদের। মন্দিরের ভেতরে থাকা কোন মূর্তি বা স্থাপত্যে হাত দিতে পারবেন না ভক্তরা।

আরও পড়ুন:জনসংযোগ বাড়াতে গ্রামীণ উলুবেড়িয়ায় পাঁচ সভা উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

পাশাপাশি মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল বা মোমবাতি নিয়ে আসা যাবে না। ভক্তরা মন্দির চত্বরে বসে মহাপ্রসাদ বা ভোগ খেতে পারবে না। যারা গাড়ি করে আসবেন তাদের গাড়ি রাখতে হবে জগন্নাথ বল্লভ মঠ চত্বরে। তবে মন্দিরে ৬৫ বছরের উর্ধ্বে কোন ব্যক্তির গর্ভবতী মহিলা এবং ১০ বছরের নিচের শিশুদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...
Exit mobile version