Saturday, May 3, 2025

আমারও হার্ট অ্যাটাক? জ্ঞান ফেরার পর বিস্ময় প্রকাশ করেছিলেন সৌরভ

Date:

এত নিয়মে থাকেন, পরিশ্রম করেন, তারপরও হার্ট অ্যাটাক! বিশ্বাসই করতে পারছেন না স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার, দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর যখন জ্ঞান ফিরল, তখন চিকিৎসকদের চিকিৎসকদের কাছে মহারাজের প্রথম জিজ্ঞাসা ছিল, “আমার হার্ট অ্যাটাক! এটা হতেই পারে না। আপনারা ঠিক দেখছেন তো?”

চিকিৎসকরা তখন সৌরভকে ইসিজি (ECG) রিপোর্ট দেখান। সেখানে কী কী পরিবর্তন এসেছে, তা বুঝিয়ে বলেন। তারপর সৌরভের বিশ্বাস হয়, সত্যিই তাঁর হার্ট অ্যাটাক (Heart Attack) হয়েছে। সৌরভ চিকিৎসকদের বলেন, “এত যে কাজের মধ্যে থাকি। আমারও হার্ট অ্যাটাক হল! কই বুকে তো ব্যথা হয়নি?”

উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) সৌরভের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ সরোজ মণ্ডল বলেন, “সৌরভ প্রথমে বিশ্বাস করতে চাইছিলেন না, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। পরে বুঝতে পারেন। তাঁকে দ্রুত সুস্থ করার জন্য আমরা সবরকম চেষ্টা করছি। এখন উনি অনেকটাই স্থিতিশীল।” চিকিৎসকরা আরও জানান, অন্তত দু’দিন মহারাজের বিশ্রাম প্রয়োজন। তারমধ্যে সবদিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। ফলে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। সোম অথবা মঙ্গলবার ফের দুটি স্টেন্ট বসানো হতে পারে। বাইপাস সার্জারি করা হবে কি না সে বিষয়ে
অবশ্য এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পর বেশ কয়েকবার বমি করেন তিনি। তাঁর মাথা ঘুরছিল।
মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট ধরে নিয়েই শুরু হয় চিকিৎসা।
তারপর ক্যাথল্যাবে পর্যবেক্ষণে রাখা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টিও হয় সৌরভের। ডায়েটে সেমি-সলিড ফুড রাখা হয়েছে।

আরও পড়ুন-রাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ! খেয়েছেন চিকেন স্টু- টোস্ট-ফল

Related articles

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...
Exit mobile version