Friday, August 22, 2025

আমারও হার্ট অ্যাটাক? জ্ঞান ফেরার পর বিস্ময় প্রকাশ করেছিলেন সৌরভ

Date:

এত নিয়মে থাকেন, পরিশ্রম করেন, তারপরও হার্ট অ্যাটাক! বিশ্বাসই করতে পারছেন না স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার, দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর যখন জ্ঞান ফিরল, তখন চিকিৎসকদের চিকিৎসকদের কাছে মহারাজের প্রথম জিজ্ঞাসা ছিল, “আমার হার্ট অ্যাটাক! এটা হতেই পারে না। আপনারা ঠিক দেখছেন তো?”

চিকিৎসকরা তখন সৌরভকে ইসিজি (ECG) রিপোর্ট দেখান। সেখানে কী কী পরিবর্তন এসেছে, তা বুঝিয়ে বলেন। তারপর সৌরভের বিশ্বাস হয়, সত্যিই তাঁর হার্ট অ্যাটাক (Heart Attack) হয়েছে। সৌরভ চিকিৎসকদের বলেন, “এত যে কাজের মধ্যে থাকি। আমারও হার্ট অ্যাটাক হল! কই বুকে তো ব্যথা হয়নি?”

উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) সৌরভের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ সরোজ মণ্ডল বলেন, “সৌরভ প্রথমে বিশ্বাস করতে চাইছিলেন না, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। পরে বুঝতে পারেন। তাঁকে দ্রুত সুস্থ করার জন্য আমরা সবরকম চেষ্টা করছি। এখন উনি অনেকটাই স্থিতিশীল।” চিকিৎসকরা আরও জানান, অন্তত দু’দিন মহারাজের বিশ্রাম প্রয়োজন। তারমধ্যে সবদিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। ফলে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। সোম অথবা মঙ্গলবার ফের দুটি স্টেন্ট বসানো হতে পারে। বাইপাস সার্জারি করা হবে কি না সে বিষয়ে
অবশ্য এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পর বেশ কয়েকবার বমি করেন তিনি। তাঁর মাথা ঘুরছিল।
মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট ধরে নিয়েই শুরু হয় চিকিৎসা।
তারপর ক্যাথল্যাবে পর্যবেক্ষণে রাখা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টিও হয় সৌরভের। ডায়েটে সেমি-সলিড ফুড রাখা হয়েছে।

আরও পড়ুন-রাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ! খেয়েছেন চিকেন স্টু- টোস্ট-ফল

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version