Sunday, May 4, 2025

মমতাকে ব্যঙ্গ কৈলাসের, কড়া জবাব তৃণমূলের মহিলা জন প্রতিনিধিদের

Date:

ফের মহিলা হিসেবে বিজেপির আক্রমণের শিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের মহিলা জনপ্রতিনিধিরা। বীরভূম (Birbhum) সফর সেরে ফেরার পথে গত বুধবার আচমকা ‌বল্লভপুরডাঙা গ্রামে হাজির হন মুখ্যমন্ত্রী। সেই গ্রামের এক চায়ের দোকানে গিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলতে বলতে রান্নায় হাত লাগান মমতা। খুন্তি হাতে বড় কড়াইয়ে আলু-বরবটির তরকারি নাড়তে শুরু করে দেন। সেই ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি–র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya)। নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handle) লেখেন, ‘”যে কাজ দিদিকে à§« মাস পরে করতে হবে, সেই কাজ তিনি এখন থেকেই শুরু করে দিয়েছেন”। শুধু টুইট করা নয়, ওই টুইট নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে ‘‌পিন্‌ড’‌ করেছেন তিনি। যাতে তাঁর প্রোফাইলের প্রথমে ওই টুইটটি সকলে দেখতে পায়। সেই টুইটের দু’‌দিন পরে টুইটে জবাব দেয় তৃণমূল শিবির।

তৃণমূলের দুই মহিলা সাংসদ এবং এক মন্ত্রী টুইট করে অভিযোগ করেন কৈলাসের টুইটে শুধু মমতা নন, ভারতীয় নারীরা অপমানিত করা হয়েছে।

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, “আপনি যদি একজন নারী হন এবং রাজনীতিতে যোগ দিতে চান তবে জেনে রাখুন আমাদের দেশের বিজেপি নারীবিদ্বেষ নিয়ে জর্জরিত। তাঁরা নারীদের রান্নাঘরে পাঠানোর চেষ্টা করছেন। এটা আমরা ভাবতেই পারছি না যে কৈলাস বিজয়বর্গীয়র পরিবারের মহিলাদের সম্মান কতটা কম”।

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) সরাসরি বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষককে আক্রমণ করে লেখেন, “কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য সম্পূর্ণ নারীবিদ্বেষী। নারীদের অপমানের সব মাত্রা অতিক্রম করেছে বিজেপি। ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকেই ফের আক্রমণ করে কুকথা বলেছে বিজেপি। লজ্জাজনক”।

রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) লেখেন, “নিজেদের আসল রং আবার দেখিয়ে দিল বিজেপি (Bjp)। কৈলাস বিজয়বর্গীয়র টুইট থেকে স্পষ্ট যে ভারতের একমাত্র মহিলা মু্খ্যমন্ত্রীর প্রসঙ্গে তাঁরা কী ভাবেন। এটা ফের প্রমাণিত হল যে আমাদের মহিলারা বিজেপি–র শাসনে নিরাপদে নেই”। পাল্টা নরেন্দ্র মোদিকে আক্রমণ করে শশী পাঁজা লেখেন, “আপনাদের সংকীর্ণতার সমালোচনা করার আগে এটা মনে করিয়ে দিই যে আপনাদের প্রভু একজন চাওয়ালা”।

যদিও রাজ্য বিজেপি–র প্রশ্ন কেন ঘটনার দু’‌দিন পরে প্রতিক্রিয়া দিল তৃণমূলের ব্রিগেড।

আরও পড়ুন-‘স্বাস্থ্যসাথী’তে ভরসা রাজ্যবাসীর, ২১দিনে ২ কোটি টাকার চিকিৎসা

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version