Friday, August 22, 2025

এতটুকুও বিরাম নেই, শিলিগুড়ি পৌঁছে ম্যারাথন বৈঠক অভিষেকের

Date:

বেলা তিনটে নাগাদ ঢুকেছেন শিলিগুড়িতে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee) ও ভোট কুশলী পিকে (Prasant Kishor) শিলিগুড়িতে (Siliguri) নেমেই সোজা মাল্লাগুড়ির হোটেলে। সেখানে পৌঁছে অপেক্ষারত কয়েকজন নেতার সঙ্গে ঘরোয়া মিটিং করেন। পরে কর্মী সভার কথা ছিল। কিন্তু, ছোট ছোট মিটিংয়ে জোর দেন অভিষেক। তার পরে আরো দুটি বৈঠক করেন পাহাড়ের কয়েকজন নেতার সঙ্গে। সূত্রের খবর, সেখান থেকে ফোনে কথা বলেন পাহাড়ের এক শীর্ষ মোর্চা নেতার সঙ্গে।

সন্ধের মুখে অভিষেক চলে যান শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর (Chief Minister) সচিবালয়ের অতিথি নিবাসে। সেখানে একে একে জড়ো হন দার্জিলিং জেলা সমতলের প্রথম সারির নেতারা। পর্যটনমন্ত্রী গৌতম দেব (Goutam Dev) বৈঠকে যোগ দিতে গিয়ে জানান, সাংগঠনিক নানা বিষয়ে কথা হবে। সেই মতো তাঁরাও প্রস্তুতি নিয়েছেন। তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার (Ranjan Sarkar) জানান, দলের শিলিগুড়ি সমতলের কাজে গতি আনতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নতুন নির্দেশনা দেবেন।

এদিন বিমল গুরুং (Bimal Gurung) নকশালবাড়িতে এক অনুষ্ঠানে জানান, অভিষেক শিলিগুড়িতে থাকলেও তাঁর সঙ্গে বৈঠকের ব্যাপার চূড়ান্ত হয়নি। তিনি জানান, রাজনীতিতে সকলের সঙ্গেই কথা হয়। বিজেপিকে আগামী বিধানসভা ভোটে হারাতে অভিষেকের সঙ্গেও আলোচনা হবে সেই ইঙ্গিত দেন তিনি। ৫দিনের সফরে পাহাড়ের নেতাদের সঙ্গে কবে অভিষেক পিকে জুটি বসবেন সেটা অবশ্য স্পষ্ট নয়।

আরও পড়ুন- দু’পক্ষই অনড়, কৃষক-কেন্দ্রের ৭ দফা আলোচনাতেও মিলল না রফাসূত্র

 

Related articles

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...
Exit mobile version