ছোট আঙারিয়া দিবসে বাংলাকে ‘তৃণমূল-মুক্ত’ করার ডাক শুভেন্দুর

“রেমন্ডসের পোশাক, হাতে দামি ঘড়ি, ভাঙা সাইকেল ছেড়ে স্করপিও, বাচ্চার জন্মদিনে ৫ লক্ষ আর মেয়ের বিয়েতে আধকোটি টাকা খরচ করা লোকগুলো এখন তৃণমূল করে।”

‘ছোট আঙারিয়া দিবসে’ গড়বেতার (Garbeta) সভামঞ্চ থেকে সোমবার ফের তৃণমূলের (TMC) উদ্দেশ্যে এভাবেই ফের তোপ দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। একইসঙ্গে বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কাঁধে কাঁধ মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনে বাংলাকে ‘তৃণমূল-মুক্ত’ করার ডাক দিয়েছেন তিনি।

আরও পড়ুন:‘দলবদলু’ সাংসদের পদ খারিজের দাবি জানিয়ে লোকসভায় চিঠি তৃণমূলের

এদিন শুভেন্দুর সভার পাল্টা তৃণমূলের সভা হয় গড়বেতাতেই৷ সাংসদ মানস ভুঁইঞার উপস্থিতিতে এইসভা হয়েছে৷ দলবদলের পর যেখানেই সভা করেছেন শুভেন্দু, সেখানেই পাল্টা সভা করার কৌশল নিয়েছে শাসক দল। ওই প্রসঙ্গ টেনে সোমবারের সভামঞ্চ থেকে তৃণমূলকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, “যতবার একদিনে দু’টো সভা করবেন, ততবারই মোবাইলে লাইভ খুলে মানুষ দেখবেন তৃণমূল আর বিজেপি, কার সভায় কত ভিড় হলো।” তৃণমূলের শীর্ষ নেতারা প্রতিটি সভায় শুভেন্দুকে ‘বেইমান’, ‘মিরজাফর’ বলে কটাক্ষ করেছেন৷ এদিন সুর চড়িয়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু’র দাবি, ” তিরিশ মিনিটের বক্তৃতায় উনত্রিশ মিনিট আমাকে নিয়ে কথা বলছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। ওই দলটা আজ এতটাই ভয়ে কাঁপছে৷” উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাতে বাংলাকে তুলে দেওয়ার আহ্বানও জানান শুভেন্দু। একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election,WB 2021) আগে রাজ্যের কৃষকদের বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। সেই ইস্যুও এদিন তুলে ধরেন শুভেন্দু। এদিনের সভায় ছিলেন সাংসদ কুণার হেমব্রম, তুষার মুখোপাধ্যায় প্রমুখ নেতারা৷

Advt