ভারত সরকারের নির্দেশে এখনই রফতানি নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ডের। আগামী কয়েকমাসের জন্য ‘কোভিশিল্ড’এর রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) শীর্ষকর্তা আদার পুনাওয়ালা (Adar Poonawalla)।

CEO Adar Poonawalla জানিয়েছেন, তাঁদের উৎপাদিত কোভিশিল্ড টিকাটি তাঁরা এখনই সরাসরি বাজারে পাঠাবেন না। বেসরকারি ক্ষেত্রে টিকার সেলিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এনেছে ভারত সরকার। ফলে করোনা রুখতে সমস্ত টিকা তাঁরা এখন সরাসরি ভারত সরকারের হাতে তুলে দেবেন।

অর্থাৎ, দেশের মানুষের জন্য টিকা সংগ্রহের আগে সুনিশ্চিত করা দরকার। এই নিষেধাজ্ঞার ফলশ্রুতি, যে-টিকার বাণিজ্যিকীকরণ এবং সাফল্য নিয়ে সেরাম তাদের গবেষণার প্রথম থেকেই এত আশাবাদী ছিল, আপাতত বিষয়টিকে নিয়ে তারা কয়েকমাস অপেক্ষা করবে। জানা যাচ্ছে, মার্চ-এপ্রিল মাস থেকে হয়তো এই পরিস্থিতির পরিবর্তন আসবে।
আরও পড়ুন : ভ্যাকসিন ঘোষণার মধ্যেই দেশে করোনা সংক্রমণ অব্যাহত
