সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকটা সুস্থ। সোমবার সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট ঠিকঠাক আছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁর রক্তচাপ ও নাড়ির গতিও স্বাভাবিক আছে। ইতিমধ্যেই ৯ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠকে বসেছেন । হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি মঙ্গলবার তাঁর টিম নিয়ে চাটার্ড বিমানে আসছেন। বাইপাস সার্জারি করার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদিও মেডিক্যাল বোর্ডের তরফ থেকে জানা যাচ্ছে, এখনই বাইপাসের প্রয়োজন নেই।
প্রসঙ্গত, সৌরভের হৃৎপিণ্ডের ৩টি ধমনীতে ‘ব্লক’ ধরা পড়েছে। ডান দিকের ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে ইতিমধ্যেই। বাঁ দিকের দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে কি না, এফএফআর পরীক্ষা করে দেখা হবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে। পারফিউশন স্ক্যান করে দেখা হবে, ধমনীর ব্লক হৃৎপিণ্ডের পেশিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। হৃদ্রোগ চিকিৎসক সরোজ মণ্ডলর নেতৃত্বে সৌরভের চিকিৎসা চলছে।
সৌরভের ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট সন্তোষজনক, বৈঠকে ৯ সদস্যের মেডিকেল বোর্ড
Date:
Share post: