Saturday, August 23, 2025

রত্নার কথাই সত্যি হলো! বৈশাখী নেই, বিজেপির মিছিলে গরহাজির শোভনও

Date:

বিজেপির (BJP) হয়ে প্রথম ময়দানে নামার মুখেই হোঁচট। শোভন-বৈশাখীর নামাঙ্কিত মিছিলেই থাকছেন না তাঁরা। ফের বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে গরহাজির শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। আগেই তাঁর বান্ধবী বৈশাখী (Boisakhi Banerjee) জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে তিনি মিছিলে যোগ দেবেন না। এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় জোরজল্পনা। তাহলে শোভনও কি গরহাজির থাকবেন? এদিন সকালেই শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) জোর গলায় জানিয়ে ছিলেন, বৈশাখী নেই মানে, আসবেন না শোভনও। রত্নার কথায়, “বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন-বৈশাখীর অনেক নাটক দেখলাম। বৈশাখী আসছে না, দেখবেন শোভনবাবুও গোলপার্কের বাড়ি থেকে বেরোবে না। তাই না আঁচালে বিশ্বাস নেই।” এবং দিনের শেষে রত্নার কথাই সত্যি হলো।

যদিও বিজেপিও পক্ষ থেকে শোভন না আসা নিয়ে অন্য ব্যাখ্যা দিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayborgy)। শোভন নাকি রাজনৈতিক কাজে এতটাই ব্যস্ত যে তিনি মিছিলে সময় দিতে পারেননি, বক্তব্য কৈলাশের। অথচ, বিজেপি এদিনের মিছিল নিয়ে মূলত, শোভনের নামেই প্রচার চালিয়েছিল।

আরও পড়ুন:নেতাজির স্মৃতিতে মনুমেন্ট, সারাবাংলায় বাজবে সাইরেন: মুখ্যমন্ত্রী

অসমর্থিত সূত্রে খবর, মিছিলের যে এজেন্ডা ছিল তা পছন্দ হয়নি বৈশাখীর। মিছিলে এমন কয়েকজন নেতার থাকার কথা ছিল, যাঁরা নাকি বৈশাখীদেবীর সমতুল্য নয়। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মিছিল থেকে নিজেকে সরিয়ে নেন বৈশাখী। শেষ পর্যন্ত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জন করা যায়নি। তবে কলকাতা জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর শোভন চট্টোপাধ্যায় এই মিছিলে থাকবেন বলে সকলে আশা করেছিলেন। কিন্তু সে গুড়ে বালি। শেষ পর্যন্ত অনেক অপেক্ষা করার পরও যথারীতি আসেননি শোভন।

অগত্যা মুখ লোকাতে এবং মিছিলের ঝাঁজ বাড়াতে মুকুল রায়, অর্জুন সিংদের আসতে হয়। বিজেপি নেতা রাকেশ সিং ও প্রিয়াঙ্কা টিবরেওয়ালা স্বভাবতই কিছুটা অসন্তুষ্ট ছিলেন। দু’জনেই একযোগে বলেন, কে এলেন না এলেন কিছু আসে যায় না, মিছিল হবেই। কারও জন্য মিছিলের ধার কমবে না। এবং সেটাই হয়। শোভন-বৈশাখীকে ছাড়াই মিছিল করে বিজেপি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version